বিশ্ব ক্ষুধা সূচকে আরও পিছল ভারত! এগিয়ে পাকিস্তান, নেপাল, বাংলাদেশ

বিশ্ব ক্ষুধা সূচকে আরও পিছল ভারত! এগিয়ে পাকিস্তান, নেপাল, বাংলাদেশ

নয়াদিল্লি:  চারিদিকে ক্ষুধার জ্বালা৷ একদিকে দেশ যখন আত্মনির্ভর হচ্ছে, তখন খিদের জ্বালায় কাঁদছে হাদার হাজার মানুষ৷ ২০২১ সালের বিশ্ব ক্ষুধা সূচকে ১১৬টি দেশের মধ্যে ১০১ তম স্থানে রয়েছে ভারত৷ ২০২০ সালে ভরতের স্থান ছিল ৯৪৷ সেই নিরিখে আরও নীচে নামল নরেন্দ্র মোদীর ‘নিউ ইন্ডিয়া’৷ সবচেয়ে উল্লেখ যোগ্য বিষয় হল, বিশ্ব ক্ষুধা সূচলে ভারতকে পিছনে ফেলে এগিয়ে গেল প্রতিবেশী পাকিস্তান, বাংলাদেশ এবং নেপাল৷ 

আরও পড়ুন- মাদকের নেশা দূর করতে ছোট থেকেই সঠিক মূল্যবোধ শেখানো উচিত! বললেন ভাগবত

বৃহস্পতিবার প্রকাশিত হয়েছেন এই তালিকা৷ যৌথভাবে বিশ্ব ক্ষুধা সূচকের তালিকা প্রস্তুত করেছে জার্মান সংস্থা ‘ওয়েল্ট হাঙ্গার হিলফে’ ও আয়ারল্যান্ডের স্বেচ্ছাসেবী সংস্থা ‘কনসার্ন ওয়ার্লড ওয়াইড’। উল্লেখ্য, এই তালিকায় ভারতের ক্রমাবনতি বজায় রয়েছে৷ ভারতের চেয়ে ভালো ফল করেছে প্রায় সবকটি প্রতিবেশী দেশ৷ ক্ষুধা ও অপুষ্টির নিরিখে সবচেয়ে ভাল ফল করেছে চিন, ব্রাজিল, কুয়েতের মতো ১৮টি দেশ। তাদের গ্লোবাল হাঙ্গার স্কোর বা জিএইচআই স্কোর ৫-এরও নিচে রয়েছে।

সাধারণত কোনও দেশের সমসাময়িক অর্থনীতি, শিশু স্বাস্থ্য, মৃত্যুর হার ও সম্পদ বণ্টনের প্রেক্ষিতে এই সূচক তৈরি করা হয়৷ যেখানে ভারতের অবস্থান খুবই হতাশাজনক৷ ২০০০ সালে ভারতের জিএইচআই স্কোর ছিল ৩৮.৮। ২০১২ থেকে ২০২১-এর মধ্যে ভারতের স্কোর কমে তা ঘোরাফেরা করছে ২৮.৮-২৭.৫-এর মধ্যে। প্রতিবেশী দেশগুলির চেয়ে অনেকটাই পিছিয়ে রয়েছে ভারত। ভারতের অনেক আগে রয়েছে নেপাল (৭৬), বাংলাদেশ (৭৬) ও মায়ানমার (৭১) নম্বরে। এমনকী ভারতকে পিছনে ফেলেছে পড়শি পাকিস্তানও৷ ৯২ নম্বর স্থানে রয়েছে ইমরান খানের দেশ। যদিও ভারতের মতো এই চারটি দেশও রয়েছে ‘উদ্বেগজনক’ বিভাগে৷ 

আরও পড়ুন- রাতভর সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে রক্তাক্ত উপত্যকা, শহিদ এক সেনাকর্তা ও এক জওয়ান

অন্যদিকে, ক্ষুধার সূচকে ভারতের পিছনে রয়েছে পাপুয়া নিউগিনি, আফগানিস্তান, নাইজেরিয়া, কঙ্গো, লাইবেরিয়া, মোজাম্বিক, ইয়েমেন, সোমালিয়ার মতো ১৫টি দেশ। 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *