মাদকের নেশা দূর করতে ছোট থেকেই সঠিক মূল্যবোধ শেখানো উচিত! বললেন ভাগবত

মাদকের নেশা দূর করতে ছোট থেকেই সঠিক মূল্যবোধ শেখানো উচিত! বললেন ভাগবত

মুম্বই: প্রোমোদতরীর মাদক কাণ্ডে গ্রেফতার হয়েছেন শাহরুখ-পুত্র আরিয়ান খান৷ এরই মাঝে বিস্ফোরক মন্তব্য করলেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ (আরএসএস) প্রধান মোহন ভাগবত৷ তিনি বলেন, পার্শ্ববর্তী দেশগুলি থেকে ভারতে মাদক ঢুকছে৷ সেই টাকা ব্যবহার করা হচ্ছে সন্ত্রাসমূলক কার্যকলাপে৷ 

আরও পড়ুন- রাতভর সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে রক্তাক্ত উপত্যকা, শহিদ এক সেনাকর্তা ও এক জওয়ান

শুক্রবার নাগপুরে দশেরা উৎসবে যোগ দিয়ে ভাগবত বলেন, সবরকম ভাবে মাদক চক্র নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। কিন্তু মাদকের ব্যবহার বন্ধ করতে হলে সমাজ এবং পরিবারকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে৷ মাদকের নেশা থেকে ছোটদের দূরে রাখতে শৈশবকাল থেকেই সঠিক মূল্যবোধ শেখাতে হবে৷ এটা আবশ্যিক৷ পাশাপাশি মাদকের নেশা বন্ধের জন্য সরকারের কাছেও আর্জিও জানান তিনি।

সম্প্রতি মাদক মামলায় শাহরুখ-পুত্র আরিয়ান খানকে গ্রেফতার করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। গত ২ অক্টোবর গোপন সূত্রে খবর পেয়ে মুম্বই থেকে গোয়াগামী এক প্রমোদতরীতে যাত্রী সেজে ওঠেন এনসিবি অফিসাররা৷ সেখান থেকেই আরিয়ান ও তাঁর সঙ্গীদের আটক করেন তাঁরা৷ পরদিন দীর্ঘ জেরার পর তাঁকে গ্রেফতার করা হয়। আপাতত মুম্বইয়ের আর্থার রোড জেলে বন্দি রয়েছেন আরিয়ান৷ এখনও মেলেনি জামিন৷ ২০ অক্টোবর জামিনের রায় দেবে মুম্বইয়ের বিশেষ আদালত। 

এদিকে বৃহস্পতিবার আরিয়ান খানের জামিনের শুনানিতে বারবার উঠে এসেছে রিয়া চক্রবর্তী ও শৌভিক চক্রবর্তীর মাদক মামলার প্রসঙ্গ।  বিশেষ এনডিপিএস আদালতে এনসিবি পক্ষের আইনজীবী অ্যাডিশন্যাল সলিসিটার জেনারেল অনিল সিং বলেন, আরিয়ানের কাছ থেকে মাদক উদ্ধার হয়নি বলে তাঁকে জামিন দেওয়া হবে, সেটা উচিত নয়। এক্ষেত্রে তিনি রিয়ার ভাই শৌভিক চক্রবর্তীর উদাহরণ টেনে আনেন৷ বলেন, শৌভিকের কাছ থেকেও মাদক উদ্ধার হয়নি৷ কিন্তু মাদকচক্রের সঙ্গে যোগসাজশের প্রমাণ মেলায় তাঁর জামিন খারিজ করেছিল সেশন কোর্ট।  সেই সঙ্গে তিনি আরও জানান, ছোট থেকেই মাদক নেন আরিয়ান৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + one =