নয়াদিল্লি: লোকসভার স্পিকার ওম বিড়লার বাড়িতে পৌঁছলেন বাবুল সুপ্রিয়৷ লোকসভার সাংসদ পদ থেকে ইস্তফার চিঠি দিতে পৌঁছলেন আসানসোলের সাংসদ৷ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পরেই ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন বাবুল৷ সেই সময় লোকসভার স্পিকারের কাছে সময়ও চেয়েছিলেন৷ কিন্তু তখন সময় না পেয়ে কলকাতায় ফিরে যেতে হয় তাঁকে৷ মঙ্গলবার সময় পাওয়ার পর গতকাল রাতে তিনি দিল্লি পৌঁছন৷
আরও পড়ুন- সারা জীবনের জেল রাম রহিমের! সাজা সিবিআই আদালতের
এদিন সকাল সাড়ে ১১টা নাগাদ ওম বিড়লার বাসভবনে পৌঁছন আসানসোলের সাংসদ৷ আনুষ্ঠানিক ভাবে ইস্তফা দেবেন তিনি৷ মনে করা হচ্ছে, আসানসোল উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হতে পারেন তিনি৷ তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে৷ ইতিমধ্যেই দিল্লির মোতিবাগের বাসভবন ছেড়ে দিয়েছেন বাবুল৷ সোমবার রাতে দিল্লিতে আসার পর একটি বেসরকারি জায়গাতেই উঠেছেন৷ ইস্তফা দেওয়ার পর বাবুলের রণকৌশল কী হবে, সম্ভবত সেটা জানা যাবে৷
প্রসঙ্গত, এদিন টুইট করে বাবুল লেখেন, ‘‘আমার মধ্যে যদি ক্ষমতা থাকে, তাহলে আবার জিতব।’’ যা দেখে রাজনীতির কারবারিদের একাংশ মনে করছে, আগামী দিনে হয়তো ফের লোকসভা নির্বাচনে লড়বেন তিনি৷ প্রসঙ্গত, ২০১৪ সালে আসালসোল থেকে ভোটে জিতে লোকসভায় যান বাবুল৷ পুরস্কার হিসাবে পান কেন্দ্রীয় মন্ত্রিত্ব৷ ২০১৯ সালে পুরনো রেকর্ড ভেঙে ফের জয়ী হন তিনি৷ এবারেও মোদীর মন্ত্রিসভায় ঠাঁই পান বাবুল৷ কিন্তু সম্প্রতি মন্ত্রিসভার রদবদলে মন্ত্রিত্ব থেকে বাদ পড়েন আসানসোলের সাংসদ৷ এর পরেই রাজনৈতিক সন্ন্যাস নিয়ে নেন বাবুল৷ তবে সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে সকলকে চমকে দিয়ে তৃণমূলে যোগ দেন আসানসোলের বিজেপি সাংসদ৷