নয়াদিল্লি: শিষ্য রঞ্জিত সিং হত্যা ঘটনায় ডেরা সচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিম সিংকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনানো পঞ্চকুলা বিশেষ সিবিআই আদালত। এর পাশাপাশি তাকে আর্থিক জরিমানা করা হয়েছে এদিন। ২০০২ সালে শিষ্য রঞ্জিত সিংকে হত্যা করেন গুরমিত রাম রহিম। সেই ঘটনায় গত ৪ অক্টোবর গুরমিত রাম রহিম সহ আরও চার জনকে দোষী সাব্যস্ত করা হয় যার সাজা ঘোষণা হল আজ।
এদিন আদালত জানিয়েছে, পরিকল্পনা করে এবং ঠান্ডা মাথায় খুন করা হয়েছিল রঞ্জিত সিংকে এবং সেই খুন করেছিলেন রাম রহিম। তার সঙ্গে জড়িত ছিল জাসবির সিং, সাবদিল সিং, কৃষ্ণ লাল এবং ইন্দ্র সাই। এদের সকলকেই ভারতীয় দণ্ডবিধির ৩০২ এবং ১২০ বি ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছিল। গুরমিত ছাড়া বাকি তিনজনকে আবার অস্ত্র আইনেও দোষী সাব্যস্ত করা হয়েছিল। এর আগে রহতাক জেল থেকে রাম রহিম ক্ষমা প্রার্থনা করেছিলেন কিন্তু তার আবেদনে সাড়া দেওয়া হয়নি।
সিবিআই আগেই জানিয়েছিল, ডেরা প্রধানের ক্যাম্পের ভিতরে নারীদের যৌন হেনস্তার ব্যাপারে একটি চিঠি প্রচার করা হয়েছিল। সেই চিঠি রঞ্জিত প্রচার করেছে বলে সন্দেহ করতো গুরমিত রাম রহিম। সেই প্রেক্ষিতেই পরিকল্পনা করে তাকে হত্যা করে সে। থানেশ্বর থানায় হত্যা এবং অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছিল এবং ২০০৩ সালে হাইকোর্ট এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেয়। পরবর্তী ক্ষেত্রে তদন্তভার নিয়ে একাধিক পদক্ষেপ করে সিবিআই তার ফলেই গ্রেফতার হয় গুরমিত রাম রহিম। উল্লেখ্য, ২০১৭ সালের নিজের ২ শিষ্যাকে ধর্ষণের অভিযোগে ২০ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন গুরমিত।