পানাজি: গোয়ার তৃণমূলের বড় চমক৷ তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন কিংবদন্তী টেনিস প্লেয়ার লিয়েন্ডার পেজ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন ক্রিড়া জগতের এই তারকা৷ উপস্থিত ছিলেন ডেরেক ও’ব্রায়েন৷
আরও পড়ুন- ‘সাইনবোর্ড হতে গোয়ায় আসিনি, এখানে নতুন সকাল আনব’, সৈকত শহরে বললেন মমতা
মুখ্যমন্ত্রী বলেন, লুইজিনহো ফালেরিও ইতিমধ্যেই তৃণমূলে যোগ দিয়েছেন৷ ধীরে ধীরে তৃণমূলের সদস্য বাড়ছে৷ এদিন লিয়েন্ডার পেজের পাশাপাশি তৃণমূলে যোগ দিয়েছেন কংগ্রেসের নাফিসা আলি ও গোয়ার উদ্যোগপতি মৃণালিনী দেশপ্রভু৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই তৃণমূলে যোগ দেন তিনি৷ একুশের বিধানসভা ভোটে জেতার পরই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এবার গোটা দেশজুড়ে খেলা হবে। ইতিমধ্যেই ত্রিপুরাতে শাখা বিস্তার করতে শুরু করেছে তৃণমূল৷ এবার লক্ষ্য গোয়া৷ ২০২২ সালে বিধানসভা ভোট হবে সৈকত রাজ্যে৷ গোয়াতে গিয়েও চমক দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
আরব সাগরের তীরে শুক্রবারের দুপুরে একেবারে জমে উঠল ‘খেলা’৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দিলেন গোয়ার ভূমিপুত্র লিয়েন্ডার পেজ৷ টেনিস জগতে জগৎ জোড়া নাম তাঁর৷ তিনি খেলার দুনিয়ায় ভারতের গর্ব৷ সেই লিয়েন্ডার পেজকেই তৃণমূলে নিয়ে এলেন মমতা। তৃণমূলে লিয়েন্ডারের যোগদান নিশ্চিত ভাবেই তাৎপর্যপূর্ণ৷ শুক্রবার লিয়েন্ডার পেজের হাতে তৃণমূলের পতাকা তুলে দেওয়ার পর মমতা বলেন, ”লিয়েন্ডার দেশের গর্ব৷ তিনিও আমাদের দলে যোগ দিলেন। গোয়াকে বাংলার মতোই উন্নয়নের প্রতীক হিসেবে গড়ে তুলতে তিনি আমাদের সঙ্গে কাজ করবেন।” প্রসঙ্গত, ইতিমধ্যেই গোয়ায় কংগ্রেসে ভাঙন ধরেছে। ইতিমধ্যেই তৃণমূলে যোগ দিয়েছেন গোয়ায় প্রাক্তন মুখ্যমন্ত্রী ফালেইরো৷
প্রসঙ্গত আজই দলীয় বৈঠকে দলনেত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন গোয়ায় সাইন বোর্ড হওয়ার জন্য তিনি আসেননি৷ তিনি এসেছেন নতুন সকাল আনার জন্য৷ সেই সঙ্গে জানিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেস ধর্ম নিরপেক্ষ দল৷ টিএমসি হল ‘টেম্পল-মস্ক-চার্চ’। অর্থাৎ মন্দির, মসজিদ এবং গির্জা।