জোড় করে মহিলাকে চুমু, গায়ে হাত, মজা করার প্রস্তাব অফিসারের, ভাইরাল ভিডিয়ো

জোড় করে মহিলাকে চুমু, গায়ে হাত, মজা করার প্রস্তাব অফিসারের, ভাইরাল ভিডিয়ো

লখনউ: জোড় করে জড়িয়ে ধরে কখনও অফিসের মহিলা কম্পিউটার অপারেটরকে চুমু খাচ্ছেন৷ কখনও আবার তাঁর গায়ে-পিঠে অশ্লীল ভাবে হাত বোলাচ্ছেন৷ ওই মহিলা তাঁকে বারবার বাধা দেওয়া চেষ্টা করছেন৷ কিন্তু যত বার তিনি ওই ব্যক্তিকে ঠেলে সরিয়ে দিচ্ছেন, ততবার তিনি এগিয়ে গিয়ে ওই মহিলাকে উত্তক্ত করছেন৷ তাঁর হাত থেকে বাঁচতে রীতিমতো কান্নাকাটি করেন ওই মহিলা৷ তাঁর অসহায় অবস্থা দেখে হাসছেন ওই ব্যক্তি৷ 

আরও পড়ুন- যমুনার জলে ভাসছে শরীর ঝাঁঝরা করা বিষাক্ত ফেনা, তার মাঝেই ডুব পুণ্যার্থীদের

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়োটি ছড়িয়ে পড়েছে৷ যদিও এই ভিডিয়োর সত্যতা আমরা যাচাই করিনি৷ তবে সেখানে ধরা পড়েছে অফিসের মহিলা সহকর্মীকে হেনস্থা করার দৃশ্য৷ এই ভিডিয়োটি উত্তরপ্রদেশের লখনউয়ের হুসেনগঞ্জের সরকারি অফিসের৷ নির্যাতিতা মহিলার অভিযোগ অনুযায়ী, ওই ব্যক্তি সংখ্যালঘু উন্নয়ন দফতরে আন্ডার-সেক্রেটারি পদে কর্মরত। তাঁর বিরুদ্ধে ইতিমধ্যে হুসেনগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা মহিলা।

ওই মহিলার বয়স ৩০ বছর৷ তিনি বিবাহিত৷ ওই মহিলা তাঁর অভিযোগে জানিয়েছেন, ২০১৩ সাল থেকে ওই সরকারি অফিসে চুক্তিভত্তিক কম্পিউটার অপারেটর হিসেবে তিনি কাজ করছেন। অফিসের সেকশন ইনচার্জ পদে রয়েছে অভিযুক্ত ইচ্ছারাম যাদব। তাঁর অভিযোগ, ২০১৮ সাল থেকে তাঁকে হেনস্থা করে আসছেন ইচ্ছারাম৷ তাঁকে দেখে নানা রকম অশ্লীল মন্তব্য করাটা তাঁর স্বভাব। অভিযোগ, ইতিমধ্যে মাসখানেক আগে মহিলা শৌচালয়ে গিয়ে তাঁকে ‘মজা’ করার প্রস্তাবও দেন ইচ্ছারাম৷ কিন্তু  সেই প্রস্তাবের বিরোধিতা করতেই তাঁকে রীতিমতো হুমকি দেওয়া হয়৷ তাঁর কথামতো কাজ না করলে চাকরি থেকে বরখাস্ত করার হুঁশিয়ারিও দেন অভিযু্ক্ত অফিসার৷ ওই মহিলার ‘জীবন ছাড়খাড়’ করে দেবেন বলেও ভয় দেখান। বিয়ের প্রস্তাব ফেরালে প্রাণে মেরে ফেলবেন বলেও ইচ্ছারাম হুমকি দেন বলে ওই মহিলার অভিযোগ৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × three =