যমুনার জলে ভাসছে শরীর ঝাঁঝরা করা বিষাক্ত ফেনা, তার মাঝেই ডুব পুণ্যার্থীদের

যমুনার জলে ভাসছে শরীর ঝাঁঝরা করা বিষাক্ত ফেনা, তার মাঝেই ডুব পুণ্যার্থীদের

 

 নয়াদিল্লি: আজ ছট পুজো৷ সেই উপলক্ষে যমুনার পাড়ে ভিড় জমিয়েছেন লাখো পুণ্যার্থী৷ কিন্তু চিন্তা বাড়াচ্ছে যমুনার দূষণ৷ যমুনার জলে ভাসছে বিষাক্ত সাদা ফেনা৷ আর তার মধ্যে নেমেই চলছে ছট মায়ের পুজো৷ যমুনার জল থেকে মানুষের শরীরে  ক্ষতি হতে পারে বলে প্রবল আশঙ্কা৷ 

আরও পড়ুন- প্রভাবশালীর তালিকায় নিজের স্থান ধরে রাখলেন মোদী! কত নম্বরে প্রধানমন্ত্রী

গত বছর মার্চ মাসে যখন সারা দেশ জুড়ে লকডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই সময় প্রকৃত রূপ ফিরে পেয়েছিল যমুনা৷ টলটল করছিল যমুনার নীল জল৷ কিন্তু কলকারখানা খুলতেই সেই পুরনো হালে ফিরে গিয়েছে নদী৷ ফের যমুনার বুকে বিষাক্ত ফেনার স্তুপ৷ ছট পুজোয় সেই বিষাক্ত জলে ডুব দিলেন কয়েক লক্ষ পুণ্যার্থী৷ 

যমুনা

দিল্লির  ৮০ শতাংশ মানুষের সৃষ্টি দূষণ বুকে নিয়ে বয়ে বেড়াচ্ছে যমুনা৷ বহু দিন আগেই যমুনার দূষণের রিপোর্ট জমা দিয়েছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড৷ ক্ষমতায় আসার পর আম আদমি পার্টি সরকার প্রতিশ্রুতি দিয়েছিল দূষণ কমাতে সব রকম ব্যবস্থা করা হবে৷ কিন্তু যমুনার হাল ফেরেনি৷ গত বছরই যমুনার দূষণ নিয়ন্ত্রণে দিল্লি সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলেছিল দূষণ নিয়ন্ত্রণ বোর্ড৷ কলকারখানার বর্জ্যে যমুনার জলে অ্যামোনিয়ার মাত্রা বেড়ে গিয়েছে বহুগুণ৷ 

সোমবার যমুনার যে ছবি দেখা গেল, তা দেখে আতকে উঠেছে নেটিজেনরা৷ বিষাক্ত ফেনা সরিয়েই যনুমার নোংরা জলে ডুব দেন মহিলারা৷ তাঁদের যমুনায় ডুব দেওয়ার সেই ছবি ইন্টারনেটে ভাইরাল৷ তবে এই বছর নয়া উদ্যোগ নিয়েছে জল বোর্ড৷ সংবাদ সংস্থা এএনআই-এর একটি টুইটে দেখা গিয়েছে, একজন কর্মী তীরে দাঁড়িয়েই ফেনা দূরে রাখতে যমুনায় ক্রমাগত জল ছিটিয়ে চলেছেন৷ জল বোর্ডের ওই কর্মীর নাম অশোক কুমার৷ তিনি জানান, সারাদিন এই ভাবে জল ছেটানোর জন্য তাঁকে বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + 5 =