টোকিও: টোকিও প্যারালিম্পিক্সে ইতিহাস গড়লেন প্যাডলার ভাবনাবেন প্যাটেল। ফাইনালে উঠে আগেই ইতিহাস লিখেছিলেন তিনি, এবার রুপো সেই ইতিহাসকে আরও রঙিন করল। ফাইনালে তিনি চিনের প্রতিদ্বন্দ্বী, বিশ্বের ১ নম্বর ইং ঝৌয়ের বিরুদ্ধে হেরে গেছেন। খেলার ফল ছিল ৩-০। তবে রুপো জিতে দেশকে গর্বিত করেছেন তিনি। মহিলা সিঙ্গলসের ক্লাস ৪ ইভেন্টে সার্বিয়ার বরিস্লাভা পেরিচ র্যানকোভিচকে স্ট্রেট গেমে হারান ভাবনাবেন। আর শনিবার প্রথম মহিলা টেবিল টেনিস তারকা হিসেবে প্যারালিম্পিকের ফাইনালে পৌঁছন চিনের ঝাং মিয়াওকে হারিয়ে। তাঁর পক্ষে খেলার স্কোর ৭-১১, ১১-৭, ১১-৪, ৯-১১, ১১-৮। ইনি ছিলেন বিশ্বের ৩ নম্বর তারকা।
এদিন ম্যাচের শুরুতেই প্রথম গেমে ১১-৭ ফলে হেরে যান ভাবনাবেন। দ্বিতীয় গেমে ভাবনা হারেন ১১-৫ এ। পরে তৃতীয় গেম চিনের প্রতিযোগী ১১-৬ এ জিতে যান। তবে হেরে গিয়েও অনেক কিছু জিতে নিয়েছেন ভাবনাবেন। প্যারালিম্পিক্সে রুপোজয়ী ভাবনাবেন প্যাটেলকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও। তাঁর এই জয়ের পর স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত গুজরাতের মেহেসানা। তাঁকে রাজকীয় সংবর্ধনা দেওয়ার ভাবনা চিন্তা করছেন ভাবনার বাবা হাসমুখভাই প্যটেল। তিনি বলছেন, সোনা হাতছাড়া হলেও তাঁর মেয়ে গোটা দেশের নাম উজ্জ্বল করেছে, তাই তাঁর রাজকীয় সংবর্ধনা প্রাপ্য।
আরও পড়ুন- জইশ জঙ্গিরা মুক্ত কাবুলে, প্রশিক্ষণে মাসুদ! ভারতে হামলার ছক
চলতি অলিম্পিকে ভারতের এখনও পর্যন্ত সবচেয়ে ভাল পারফরমেন্স ছিল। এবারের এসেছে সাতটি পদক, যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। জ্যাভলিন থ্রোয়ে সোনা জিতেছেন নীরজ চোপড়া, ভারত্তলনে এবং কুস্তিতে রুপো জিতেছেন মীরাবাঈ চানু এবং রবি কুমার দাইয়া। ব্রোঞ্জ জিতেছে ভারতীয় পুরুষ হকি দল, পি ভি সিন্ধু এবং বজরঙ্গ পুনিয়া ও লভলিনা বোরগোহাই।