রাষ্ট্রনায়কোচিত পদক্ষেপ! কৃষি আইন প্রত্যাহারে মোদীর ‘শাহি’ প্রশংসা

রাষ্ট্রনায়কোচিত পদক্ষেপ! কৃষি আইন প্রত্যাহারে মোদীর ‘শাহি’ প্রশংসা

নয়াদিল্লি: আজ গুরু নানকের জন্মদিনের সকালে বিরাট ঘোষণা করে বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহার করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ঘোষণায় অবশ্যই খুশি হওয়ার কথা কৃষকদের কারণ বিগত প্রায় এক বছর ধরে তারা আন্দোলন করছিলেন এর বিরুদ্ধে। বিরোধী সকলের মতে, সরকার ভয় পেয়েই এই সিদ্ধান নিয়েছে। আবার অনেকের অভিমত, সামনে একাধিক রাজ্যে নির্বাচন রয়েছে, তাই এই সিদ্ধান্ত। বিজেপি হয়ত মনে করছে যে তারা ভোটে ভাল ফল করতে পারবে না। যদিও স্বাভাবিকভাবেই সম্পূর্ণ উল্টো কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সিদ্ধান্ত নেওয়ার জন্য।’

আরও পড়ুন- এবার কি তৃণমূলে বরুণ গান্ধী? মমতার দিল্লি সফরের আগে জল্পনা তুঙ্গে 

টুইট করে অমিত শাহ লিখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষি আইন নিয়ে যে সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন তা তিনি পূর্ণ সমর্থন করছেন এবং এটি একটি রাষ্ট্রনায়কোচিত পদক্ষেপ বলে মনে করছেন। এছাড়াও তাঁর এও দাবি, বক্তৃতাতেই প্রধানমন্ত্রী পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন যে কেন্দ্রীয় সরকার সব সময় কৃষকদের পক্ষে এবং কৃষক স্বার্থ রক্ষার তাগিদে সব রকমের সাহায্য করতে প্রস্তুত। একই সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, এই সিদ্ধান্ত নিয়ে প্রধানমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন যে তিনি প্রত্যেক ভারতীয়র কল্যাণের কথা ছাড়া কিছু ভাবেন না। তিনি এক যোগ্য রাষ্ট্রনায়ক হিসেবে নিজেকে মেলে ধরেছেন। প্রসঙ্গত, কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লির উপকণ্ঠে গত এক বছর ধরে আন্দোলন চালিয়ে আসছেন মূলত পঞ্জাব এবং পশ্চিম উত্তরপ্রদেশের কৃষকরা। তাঁদের অধিকাংশই শিখ এবং জাঠ জনগোষ্ঠীর অন্তর্গত৷ আগামী বছরের শুরুতেই ভোট রয়েছে পঞ্জাব এবং উত্তরপ্রদেশে৷ তার আগে এই ঘোষণা নিশ্চিত ভাবেই তাৎপর্যপূর্ণ৷

আরও পড়ুন- পাহাড় থেকে হু হু নামছে জল! ধসের আতঙ্কে তিরুমালার মন্দিরে আটকে পড়া পুণ্যার্থীরা

যদিও আইন প্রত্যাহারের ঘোষণা হলেও অবস্থান এখনই উঠবে না! কেন, এর কারণ ব্যাখ্যা করলেন ভারতীয় কিষান ইউনিয়ন নেতা রাকেশ টিকায়েত। তিনি স্পষ্ট জানাচ্ছেন, এই ঘোষণার সীলমোহর যতক্ষণ না করবে ততক্ষণ আন্দোলন জারি থাকবে। কৃষক নেতা জানিয়েছেন যে, যতদিন না পর্যন্ত সংসদে এই তিন কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত পাশ হচ্ছে ততদিন অবস্থান-বিক্ষোভ জারি থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 2 =