কলকাতা: মাথা ভরা টাক থাকার এমন ফায়দা! জানলে হয়তো চমকে যেতেন খোদ লালমোহনবাবুও। মাথার টাক কখনও হয়ে উঠছে ফুলদানি, কখনও মনে হচ্ছে মাথার মধ্যে লুকিয়ে আস্ত একটি ভিন্গ্রহী প্রাণী। নিজের মাথার টাক যে এমন ভাবে সাজানো যায়, তা কে জানত! নতুন নতুন ভাবে টাক সাজিয়ে সমাজমাধ্যমে ঝড় তুললেন লুকা লুস নামের এক শিল্পী।
আরও পড়ুন- সবুজ পতাকা নেড়ে ঢাকায় মেট্রো পরিষেবার উদ্বোধন শেখ হাসিনার, চালকের আসনেও নারীশক্তি
সম্প্রতি ইনস্টাগ্রামে ‘আর্টডেলিডোজ’ নামের পেজ থেকে পোস্ট করা একটি ভিডিয়ো নেট পাড়ায় ভাইরাল হয়েছে। ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, কী ভাবে লুকা রূপটানের মাধ্যমে নিজের কেশ বিহীন মস্তকে বিভিন্ন শিল্পকর্ম ফুটিয়ে তুলছেন৷ ইতিমধ্যে পাঁচ লক্ষেরও বেশি মানুষ সেই ভিডিয়োটি পছন্দ করে ফেলেছেন।
লুকা ইটালির বাসিন্দা৷ ইনস্টাগ্রামে তাঁর দাবি, তিনিই পৃথিবীর প্রথম ‘হাত ও টাকের শিল্পী’। নিজেই নিজের টাকে ছবি আঁকেন লুকা। তিনি শুধু আঁকেনই না, তাঁর অধিকাংশ ছবিই হল ত্রিমাত্রিক। যার জেরে একটি নির্দিষ্ট কোণ থেকে দেখলে মনে হবে, যেন মাথার একটা অংশ কেটে তৈরি করা হয়েছে এই শিল্পকর্ম। ইনস্টাগ্রামে ৫ লক্ষের বেশি অনুরাগী আছে তাঁর।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>