ধোনি একা বিশ্বকাপ জেতালে বাকিরা কি লস্যি খেতে গিয়েছিল? বিস্ফোরক ভাজ্জি

ধোনি একা বিশ্বকাপ জেতালে বাকিরা কি লস্যি খেতে গিয়েছিল? বিস্ফোরক ভাজ্জি

নয়াদিল্লি: ভারতের অন্যতম সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি৷ তাঁর ঝুলিতে রয়েছে বিশ্বকাপ জয়ের কৃতিত্ব৷ কিন্তু, বিশ্বকাপ জয়ের কৃতিত্ব শুধু একা শুধু ধোনির? একটা গোটা টিম যখন খেলল, তখন ২০১১ বিশ্বকাপ জয়ের কৃতিত্ব শুধু মাহির কেন? টেলিভিশনের পর্দায় এমনই বিস্ফোরক প্রশ্ন ক্ষুব্ধ হরভজন সিং-এর৷ অভিমানের সুরেই তিনি বলেন, যদি বিশ্বকাপ ধোনি একাই জেতায়, তাহলে বাকি খেলোয়াড়রা কি লস্যি খেতে গিয়েছিল?

আরও পড়ুন- ক্ষুধার্ত সিংহের মতোই ‘কামব্যাক‘! উথাপ্পা-দুবের ব্যাটিং ঝড়ে উড়ে গেল কোহলির RCB

মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বেই ভারত প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে৷ ২০১১ সালে বিশ্বকাপ এবং ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে ভারত। তবে ২০১১-র বিশ্বকাপ জয়ের পর অনেকেই কৃতিত্ব দিয়েছিলেন ধোনিকে। সেই কথার রেশ টেনেই এদিন ধোনিকে নিশানা করেন হরভজন সিং। স্টার স্পোর্টসের শোতে এসে ভাজ্জি বলেন, ‘‘অস্ট্রেলিয়া বিশ্বকাপে জয়ী হলে সবাই বলে অস্ট্রেলিয়া বিশ্বকাপ জিতেছে। কিন্তু টিম ইন্ডিয়া যখন বিশ্বকাপ জিতেছিল, তখন সবাই বলতে শুরু করল ধোনি বিশ্বকাপ জিতেছে৷তাই যদি হয় তাহলে টিমের বাকি সদস্যরা কি লস্যি খেতে গিয়েছিল?’

 

এর আগে গৌতম গম্ভীরও ২০১১ বিশ্বকাপ জয়ের জন্য ধোনিকে সম্পূর্ণ কৃতিত্ব দেওয়ার বিষয়ে বিরক্ত প্রকাশ করেছিলেন। হরভজনের কথায়, বিশ্বকাপ জয়ের ক্ষেতে কোনও একজন খেলোয়াড়কে কৃতিত্ব দেওয়া ভুল। কোনও দল বিশ্বকাপ বা কোনও টুর্নামেন্টে তখনই সফল হয় যখন দলের অন্তত ৭-৮ জন খেলোয়াড় ভালো পারফর্ম করে। প্রাক্তন সতীর্থের কথায় ধোনি কোনও প্রতিক্রিয়া দেখান কিনা সেটাই দেখার বিষয়। তিনি আপাতত আইপিএল নিয়ে ব্যস্ত৷ পর পর চার ম্যাচে হারের পর অবশেষে আরসিবি-কে হারিয়ে পয়েন্টের খাতা খুলেছে চেন্নাই সুপার কিংস৷  

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − eleven =