স্বমহিমায় ফিরবে ইস্টবেঙ্গল! দিনক্ষণ বলে দিল কর্তারা

স্বমহিমায় ফিরবে ইস্টবেঙ্গল! দিনক্ষণ বলে দিল কর্তারা

কলকাতা: আর মাত্র ২ বছর, তার পরেই স্বমহিমায় ফিরবে ইস্টবেঙ্গল। এছাড়াও পরবর্তী মরশুমে আইএসএল-সহ সব টুর্নামেন্ট খেলবে তারা। আজ সাংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়ে দিলেন ক্লাব কর্তারা। তাদের এও বিশ্বাস, নতুন মরশুমের আইএসএলে ইস্টবেঙ্গল ভাল ফল করবে। শ্রী সিমেন্ট ইতিমধ্যেই ক্লাবকে ফিরিয়ে দিয়েছে স্পোর্টিং রাইটস। তাই নতুন উদ্যমে দল গোছাতে প্রস্তুতি নিচ্ছে লাল-হলুদ ব্রিগেড।

আরও পড়ুন- ক্ষুধার্ত সিংহের মতোই ‘কামব্যাক‘! উথাপ্পা-দুবের ব্যাটিং ঝড়ে উড়ে গেল কোহলির RCB

নতুন স্পনসরের জন্য একাধিক সংস্থার সঙ্গে কথাবার্তা শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল। তবে জানা গিয়েছে, বাংলাদেশের বসুন্ধরা গোষ্ঠীর সঙ্গে কথাবার্তা অনেকটাই এগিয়ে গিয়েছে তাদের। কিন্তু তারাই যে বাংলায় আসছেন এটা এখনও নিশ্চিত নয়। ক্লাব কর্তারা জানাচ্ছেন, সংস্থা ওই দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবে। তারপরেই সব সিদ্ধান্ত নেওয়া হবে। সবুজ সঙ্কেত এলে সেই বুঝে সিদ্ধান্ত নেবে ইস্টবেঙ্গল। তাই এখন বাকি অনেক সংস্থার সঙ্গে আলোচনা চলছে। তবে কেউ এলে স্পনসর হিসেবেই আসবে বলে জানান হয়েছে লাল-হলুদের তরফে। তবে এখনও একটি বিষয় নিয়ে ধোঁয়াশা আছে। এগারো জন ফুটবলারের বকেয়া অর্থ মেটাবে কে? সেই নিয়েও অবশ্য অন্য আশা রাখছে ক্লাব কর্তারা।

ক্লাবের তরফ থেকে অনুমান করা হচ্ছে, এই বকেয়া মিটিয়ে দেবে শ্রী সিমেন্ট কর্তৃপক্ষ। নিজেদের ভাবমূর্তি কালিমালিপ্ত করবে না শ্রী সিমেন্ট, এটাই তাদের ধারণা। পাশাপাশি ইস্টবেঙ্গল ক্লাবের যে ভাবমূর্তি রয়েছে সেটাও কলুষিত হতে দেবে না তারা এটাই আশা। তবে অবশেষে কী সিদ্ধান্ত নেওয়া হবে এই ইস্যুতে তা জানতে কিছু সময় অপেক্ষা করতেই হবে। গত দু’বছর আইএসএলে জঘন্য পারফরমেন্স করেছিল লাল-হলুদ। গত মরশুমে তো শেষ স্থান পেয়েছিল তারা। এবার ধীরে ধীরে পুরোনো ছন্দে আসার চেষ্টায় সকলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 5 =