কমনওয়েলথে সোনা জিতে টেবিল টেনিসে চ্যাম্পিয়ন ভারত, ব্যাডমিন্টন-ভারোত্তলনে এল রুপো

কমনওয়েলথে সোনা জিতে টেবিল টেনিসে চ্যাম্পিয়ন ভারত, ব্যাডমিন্টন-ভারোত্তলনে এল রুপো

71dd5100a4cf1586966d1126569bedd8

কলকাতা: পঞ্চম দিনে জমজমাট কমনওয়েলথ গেমস৷ দ্বিতীয় সোনা ঘরে আনল ভারত৷ ইতিহাস লিখে মঙ্গলবারের প্রথম সোনা জেতে ভারতের মহিলা লন বোল দল। দ্বিতীয় সোনা এল পুরুষ টেবিল টেনিস দলের হাত ধরে।  ৩-১ ব্যবধানে সিঙ্গাপুরকে হারান তাঁরা৷ দুর্দান্ত পারফর্ম করে চ্যাম্পিয়নের তকমা ধরে রাখে ভারতীয় দল। অন্যদিকে, ভারোত্তোলনে ফের জ্বলে ওঠে ভারত। এদিন ৯৬ কেজি বিভাগের ফাইনালে মোট ৩৪৬ কেজি ওজন তুলে রুপো জিতে নেন ভারোত্তোলক বিকাশ ঠাকুর।  মহিলাদের একই বিভাগে পদক হাতছাড়া হয় পুনম যাদবের৷ 

আরও পড়ুন- অপেক্ষার অবসান, দীর্ঘ আলোচিত চুক্তি হয়ে গেল ইমামি-ইস্টবেঙ্গলের

মঙ্গলবার ফাইনালে পুরুষ টেবিল টেনিস দলের প্রতিপক্ষ ছিল সিঙ্গাপুর। তাদের ৩-১ ব্যবধানে হারিয়ে আরও একবার কমনওয়েলথে সোনা জিতে নেয় ভারতীয় দল। এর আগে তিনবার কমনওয়েলথ গেমসে পদক জিতেছে শরৎ কমলের দল৷ রয়েছে দু’টি সোনা এবং একটি ব্রোঞ্জ। ফের সোনা জিতল তারা। আর তাঁদের সোনা জয়ের সঙ্গেই চলতি গেমসে ভারতের  স্বর্ণপদকের সংখ্যা বেড়ে হয়ে হল পাঁচ। 

এদিকে, সোনার আশা জাগিয়ে পুরুষদের লং জাম্পের ফাইনালে উঠলেন ভারতের মুরলী শ্রীশংকর এবং মহম্মদ আনিস ইয়াহিয়া। অন্যদিকে, তারকা শট-পাটার মনপ্রীত কৌরও ফাইনালে পৌঁছে গিয়েছেন। সোমবার সিঙ্গাপুরকে ৩-০ হারিয়ে পদক নিশ্চিত করেছিল ব্যাডমিন্টনের মিক্সড টিম। গোল্ড মেডেল ম্যাচে মালয়েশিয়ার কাছে ১-৩ ব্যবধানে হেরে ব্যাডমিন্টনের মিক্সড টিম ইভেন্টে রুপোতেই সন্তুষ্ট থাকতে হল ভারতকে।