অপেক্ষার অবসান, দীর্ঘ আলোচিত চুক্তি হয়ে গেল ইমামি-ইস্টবেঙ্গলের

অপেক্ষার অবসান, দীর্ঘ আলোচিত চুক্তি হয়ে গেল ইমামি-ইস্টবেঙ্গলের

কলকাতা: দীর্ঘ জল্পনা। অনেক রটনা। বিরাট কৌতূহল। সবকিছুর অবসান ঘটে গেল মঙ্গলবার। ইস্টবেঙ্গল ক্লাব নিয়ে যে চিন্তা তৈরি হয়েছিল সমর্থকদের মধ্যে তা আজ শেষ হল। বহু প্রতীক্ষিত চুক্তি আজ সম্পন্ন হল ইমামি গ্রুপ এবং ইস্টবেঙ্গলের মধ্যে। এদিন কলকাতার এক পাঁচতারা হোটেলে লগ্নিকারী সংস্থার সঙ্গে আনুষ্ঠানিকভাবে সই সেরে ফেলল ইস্টবেঙ্গল। পথ চলা শুরু হল নতুন করে।

আরও পড়ুন- দুরন্ত ছন্দে ভারতীয় হকি দল, ঘানাকে ১১ গোল দিয়ে কমনওয়েলথ গেমসের যাত্রা শুরু

এদিন অনুষ্ঠানে ইস্টবেঙ্গলের তরফে উপস্থিত ছিলেন কর্তা দেবব্রত সরকার, সচিব কল্যাণ মজুমদার। একই সঙ্গে একাধিক প্রাক্তন খেলোয়াড় যেমন অ্যালভিটো, সৌমিক দে, রহিব নবি, মেহতাব হোসেন, ষষ্ঠী দুলে সহ অনেকে উপস্থিত ছিলেন। অন্যদিকে ইমামির তরফে ছিলেন কর্তা আদিত্য আগারওয়াল, মণীশ গোয়েঙ্কা, সন্দীপ আগারওয়াল। এদিন নতুন লোগো উদ্বোধন হল এবং কে কত শতাংশ শেয়ার নিয়েছে তা বিস্তারিতভাবে জানান হল। ইমামি ৭৭ শতাংশ এবং ইস্টবেঙ্গল ক্লাব ২৩ শতাংশ শেয়ার পাচ্ছে। অন্যদিকে, জানান হয়েছে, গঠিত বোর্ডে ক্লাবের পক্ষ থেকে থাকবেন ৩ জন এবং ইমামির পক্ষ থেকে থাকবেন ৭ জন।

ভারতের প্রাক্তন কোচ স্টিফেন কনস্টানটাইনকে লাল-হলুদ কোচ হিসেবে নিয়োগ করেছে তা আগেই জানা গিয়েছিল। অন্যদিকে, ডুরান্ড এবং কলকাতা লীগের জন্য কোচ হয়েছেন বিনো জর্জ। সেটাই সকলে জানেন। কিন্তু খেলোয়াড় সম্পর্কে এখনও ১০০ শতাংশ তথ্য দেয়নি কেউই। ক্লাব কর্তা দেবব্রত জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যে সব স্পষ্ট করে দেওয়া হবে। চলতি সপ্তাহেই যে দল অনুশীলনে নেমে পড়বে, সেটাও জানান তিনি। আর আগেই ইমামি কর্তা জানিয়েছিলেন যে, আইএসএলে ইস্টবেঙ্গল ‘ইস্টবেঙ্গল’ নামেই খেলবে। তাই সেই নিয়েও কোনও জটিলতা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *