কলকাতা: ক্রিকেটিয় অধ্যায়ে অনেক ঐতিহাসিক পর্বের সাক্ষী থেকেছে কলকাতার ইডেন গার্ডেন্স৷ সব কিছু ঠিক থাকলে দুর্গাপুজোর আগে আরও একবার ক্রিকেট-উৎসবের সাক্ষী থাকবে শহর কলকাতা। এক সঙ্গে ভারতের তিন সেরা অধিনায়ককে দেখা যাবে ইডিনের সবুজ ঘাসে৷ এক ফ্রেমে ধরা দেবেন– কপিল দেব, সৌরভ গঙ্গোপাধ্যায় ও মহেন্দ্র সিং ধোনি। চমকের এখানেই শেষ নয়৷ ইডেনে আবারও জাতীয় সঙ্গীত গাইতে দেখা যাবে অভিতাভ বচ্চনকে। তেমনটাই খবর৷
আরও পড়ুন- ব্যাট হাতে রিজওয়ানের তাণ্ডব, রেকর্ড রান তাড়া করে এশিয়া কাপে জয় পাকিস্তানের
আগামী ১৬ সেপ্টেম্বের রয়েছে ইডেনে লেজেন্ডস লিগের উদ্বোধনী ম্যাচ। ওই ম্যাচে খেলার কথা ছিল প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের। দীর্ঘ দশ বছর পর আরও একবার ইডিনের মাঠে সৌরভকে ব্যাট হাতে দেখার অপেক্ষায় ছিল গোটা বাংলার মানুষ৷ তবে শেষমেশ তেমনটা হচ্ছে না। ব্যক্তিগত কমিটমেন্ট আর কাজের চাপের উদ্বোধনী ম্যাচে খেলতে পারবেন না বিসিসিআই সভাপতি। যার জন্য অনেকটাই হতাশ বাংলার ক্রিকেটপ্রেমীরা৷ কিন্তু আয়োজকরা ইডিনের তিনটি ম্যাচে আরও অনেক চমক রেখেছেন৷
উদ্বোধনী ম্যাচের আগে জমকালো অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কপিল দেব, সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁদের বিশেষ সংবর্ধনা জানানো হবে। ধোনির কাছেও আমন্ত্রণ গিয়েছে৷ শোনা যাচ্ছে, ধোনিও সেদিন ইডেনে উপস্থিত থাকতে পারেন। ফলে একসঙ্গে তিন লেজেন্ডকে দেখা যাবে বলেই আশা৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>