কলকাতা: ছেলেদের নিয়ে আশা অনেক ছিল। কিন্তু এশিয়া কাপের ফাইনালের উঠতে পারেনি ভারতের পুরুষ ক্রিকেট দল। রোহিত শর্মারা হতাশ করেছিলেন। কিন্তু সেই হতাশা ঘুচিয়ে দিলেন ভারতের মেয়েরা। শ্রীলঙ্কার বিরুদ্ধে বড় জয় ছিনিয়ে নিয়ে চ্যাম্পিয়ন হল ভারত। শনিবার ফাইনালে শ্রীলঙ্কার মহিলা দলকে ৮ উইকেটে হারিয়ে দিল ভারতের মহিলা দল। হরমনপ্রীত কৌররা করলেন বাজিমাত।
আরও পড়ুন- মুখে হঠাৎ প্রধানমন্ত্রীর নাম, প্রত্যাবর্তনের কী ইঙ্গিত দিলেন সৌরভ
এদিন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে শ্রীলঙ্কার মেয়েরা ৯ উইকেটে মাত্র ৬৫ রান তোলে। জবাবে ৮.৩ ওভারে ভারত ২ উইকেট হারিয়ে ৭১ রান তুলে অনায়াস জয় ছিনিয়ে নেয়। লঙ্কান মেয়েদের মধ্যে মাত্র ২ জন দুই অঙ্কের রান করতে পেরেছে। বাকি সকলে ১অঙ্কের রানেই সীমিত। ফলে ৬৯ বল বাকি থাকতেই ৮ উইকেটে জয় পেয়ে যায় ভারত। তবে হরমনরাও প্রথমে ব্যাট করতে নেমে একটু চাপে পড়ে গিয়েছিল। শুরুতেই ওপেনার এবং তিন নম্বর ব্যাটারকে হারিয়ে ফেলে তারা। কিন্তু শেষমেষ কাঙ্ক্ষিত জয়টাই চলে আসে।
প্রথমে মনে হচ্ছিল যে ভারত-পাকিস্তান ফাইনাল হতে পারে। কিন্তু সেমিফাইনালে থাইল্যান্ডকে হারিয়ে ফাইনালে হরমনপ্রীত কৌররা উঠতে পারলেও পাকিস্তান ফাইনালে আসতে পারেনি। অন্য সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ওঠে শ্রীলঙ্কা। কিন্তু তারা ভারতের সামনে দাঁড়াতেই পারল না।