নয়াদিল্লি: দিল্লির ইন্ডিয়া গেটের সামনে অমর জওয়ান জ্যোতির অনির্বাণ শিখা নিভিয়ে দেওয়া নিয়ে বিতর্কের মাঝেই নতুন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ জানালেন ইন্ডিয়া গেটে বসানো হবে নেতাজি সুভাষচন্দ্রের বিশাল গ্রানাইট মূর্তি৷ এদিন টুইট করে তিনি বলেন, ‘‘সারা দেশজুড়ে পালিত হচ্ছে নেতাজির ১২৫ তম জন্ম বার্ষিকী৷ নেতাজির কাছে আমরা চিরঋণী৷ এই মূর্তি তারই স্মরক হয়ে থাকবে৷’’
আরও পড়ুন- ৫০ বছর পর ইন্দিরার তৈরি অমর জওয়ান জ্যোতির শিখা নিভিয়ে দিচ্ছেন মোদী
শুক্রবার সকালে জানা যায় পাঁচ দশক পর ইন্ডিয়া গেটে অমর জওয়ান জ্যোতি নিভিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার৷ এই ঘটনায় তেড়েফুডে ওঠে বিরোধী৷ বিরোধিতায় সোচ্চার হন রাহুল গান্ধী থেকে শুরু করে প্রায় সমস্ত বিরোধী নেতারা৷ সেই বিতর্কের অবসান ঘটিয়ে কেন্দ্রের তরফে জানানো হয়, অমর জওয়ান জ্যোতির অনির্বাণ শিখা নিভছে না। তাকে শুধুমাত্র জাতীয় যুদ্ধ স্মারকে প্রজ্জ্বলিত শিখার সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে। এর পরেই প্রধানমন্ত্রীর টুইট, ইন্ডিয়া গেটে বসানো হবে নেতাজির বিশাল গ্রানাইটের মূর্তি৷
Netaji Subhas Chandra Bose grand statue, made of granite, will be installed at India Gate, tweets Prime Minister Narendra Modi
“This would be a symbol of India’s indebtedness to him,” he added in a tweet. pic.twitter.com/z335Yo4TjH
— ANI (@ANI) January 21, 2022
নেতাজির মূর্তিটি ঠিক কেমন হতে চলেছে, তার একটি কাল্পনিক ছবিও মিলেছে সরকারি সূত্রে৷ সেই ছবিও টুইট করা হয়েছে৷ নেতাজি শুধু বাংলার গর্ব নয়, তাঁকে নিয়ে গর্বিত গোটা দেশ৷ নেতাজির সঙ্গে জড়িয়ে রয়েছে আপামর দেশবাসীর আবেগ৷ ক্ষমতায় আসার পর সেই আবেগকে গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও৷ আজাদ হিন্দ ফৌজের স্মৃতিতে লালকেল্লায় পতাকা উত্তোলন থেকে আন্দামানে গিয়ে নেতাজির প্রতি শ্রদ্ধা, সবটাই করেছেন তিনি৷ তবে উল্লেখযোগ্য বিষয় হল দিল্লির সংসদ ভবনে সর্দার বল্লভভাই প্যাটেল, জওহরলাল নেহরু থেক শুরু করে বহু দেশনায়কেরই তৈলচিত্র বা মূর্তি রয়েছে৷ কিন্তু সেখানে নেতাজির কোনও তৈল চিত্র বা মূর্তি নেই৷