নেইমারের মঞ্চে নায়ক রিচার্লিসন, বাইসাইকেল কিকে গোল, জিতল ব্রাজিল

নেইমারের মঞ্চে নায়ক রিচার্লিসন, বাইসাইকেল কিকে গোল, জিতল ব্রাজিল

দোহা: পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে বৃহস্পতিবার মাঠে নেমেছিল সার্বিয়া৷ কাতার বিশ্বকাপে মেসি, রোনাল্ডোর পর সবচেয়ে বেশি নজর যাঁর দিকে, তিনি নেইমার৷ কিন্তু লড়াকু সার্বিয়ার বিরুদ্ধে প্রথমার্ধের লড়াইয়ে দাগ কাটতে পারেনি ব্রাজিল। সবই হয়েও যেন কিছু হল না৷ নেইমার থেকে ভিনিসিয়াস, রাফিনহা, ক্যাসেমিরো, রিচার্লিসন, গোল করার একাধিক বিকল্প রয়েছে ব্রাজিলের দলে। ফিফা-র ক্রমতালিকাতেও শীর্ষস্থানে রয়েছে তারা। টানা ১৫ ম্যাচ অপরাজিত থেকেই বিশ্বকাপের অভিযান শুরু করেছিল ব্রাজিল। অন্য দিকে, সার্বিয়াও শেষ ৬ ম্যাচে অপরাজিত। প্রথমার্ধে সার্বিয়ার কঠিন ডিফেন্সে গতি থমকায় ব্রাজিলের৷ তবে দ্বিতীয়ার্ধেই বদলে গেল গেম৷ 

আরও পড়ুন- গোল করলেন, গড়লেন রেকর্ড, ম্যাচও জিতল পর্তুগাল, মন ভরাতে পারলেন কি রোনাল্ডো?

বিশ্বের এক নম্বর দল, পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন, ফেভারিট ব্রাজিলকে প্রথমার্ধে আটকে বিরতিতে যাওয়াটা  সার্বিয়ার জন্য যথেষ্ট প্রশংসনীয়৷ তবে পরিসংখ্যান দেখলে বোঝা যাবে, বিশ্বকাপে ব্রাজিলের শেষ ১০টি গোল এসেছে দ্বিতীয়ার্ধেই৷ ফলে সেই আশা নিয়েই রাত জাগছিল গোটা বিশ্ব৷ অপেক্ষায় ছিল ব্রাজিল সমর্থকরাও। ৪৯ মিনিটে বক্সের সামনে  নেইমারকে ফাউল করেন গুডেল। ফ্রি-কিক পেয়ে যায় ব্রাজিল। সার্বিয়ান ওয়ালে গিয়ে আটকায় নেইমারের শট। কিছুত্রণ বাদেই অ্যালেক্স স্যান্ড্রো থেকে ভিনিসিয়াস এবং স্কোয়ার পাস। নেইমার শট নিতে পারেননি।

৬২ মিনিটে গোলের খাতা খুলল ব্রাজিল। এর পর ৭৪ মিনিটে রিচার্লিসন যে গোলটি করলেন, তা এখনও পর্যন্ত এই বিশ্বকাপের সেরা গোল। অবিশ্বাস্য৷ বাঁ দিক থেকে এগিয়ে গিয়ে আউটস্টেপে বল ভাসিয়ে দেন ভিনিসিয়াস। বাঁ পা দিয়ে বল রিসিভ করেন রিচার্লিসন। চকিতে ঘুরে গিয়ে দুর্দান্ত সাইডভলিতে বল সার্বিয়ার জালে জড়িয়ে দেন ব্রাজিলের ফরোয়ার্ড। খেলা শেষের দশ মিনিট আগে কাসেমিরোর শট লাগে। ব্যবধান বাড়ানোর সুযোগ আবার হারায় ব্রাজিল৷ নাহলে ব্যবধান আরও বাড়াতে পারত ব্রাজিল৷ অবশেষে ২-০ ব্যবধানে জিতে যায় নেইমাররা৷