দোহা: ঘানাকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল৷ মাঠে নামতেই গড়েছেন রেকর্ড৷ পেনাল্টি থেকে গোল করার সঙ্গে সঙ্গে পাঁচটি বিশ্বকাপে গোল করার রেকর্ড ঝুলিতে পুড়েছেন সিআর৭। তবে তিনি যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দেশ হোক বা ক্লাব, তিনি মাঠে নামলেই বেড়ে যায় ভক্তদের প্রত্যাশা৷ কখন গোল আসবে, সেই অপেক্ষায় থাকেন তাঁরা৷ কখন তিনি বাঁ প্রান্ত ধরে একের পর এক ড্রিবল করে গোলের দিকে এগিয়ে যাবেন, কিংবা কর্নারের সময় বাকিদের চেয়ে অনেকটা বেশি উঁচুতে উঠে হেডে গোল করবেন, সেটা দেখার জন্য মুখিয়ে থাকেন তাঁর ভক্তরা। কাতার বিশ্বকাপের পর্তুগালের প্রথম ম্যাচে গোল করলেন ফুটবলের মহারাজ। কিন্তু সিআর৭-এর সেই দৌড় মিস করলেন ভক্তরা। গোলের দু’টি সহজ সুযোগও নষ্ট করলেন তিনি। গোল করলেও মন কি ভরাতে পারলেন রোনাল্ডো? প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে৷
আরও পড়ুন- বিপক্ষের কৌশল বুঝতে গুপ্তচর পাঠাচ্ছে ব্রাজিল! ড্রোনকাণ্ডে উত্তাল বিশ্বকাপ
আসলে রোনাল্ডো এখন আর উইংয়ে খেলেন না। মাঠে নামেন প্রধান স্ট্রাইকার হিসাবে। তাই বক্সের আশেপাশেই তাঁর বিচরণ৷ পর্তুগাল শুরুতে সে ভাবে কোনও সুযোগই তৈরি করতে পারেনি৷ ফলে রোনাল্ডোকেও চেনা মেজাজে দেখা যায়নি। ১০ মিনিটের মাথায় আসে প্রথম সুযোগ৷ গোলরক্ষককে একা পেয়েও সেই সুযোগ কাজে লাগাতে পারেননি৷ দু’মিনিট পরে আবার হাতে আসে গোল করার সুযোগ৷ করলেন হেডে। কিন্তু, ঠিক জায়গায় বল পৌঁছল না। পোস্টের বাইরে দিয়ে বল উড়ে যায়। তবে অন্যান্য ক্ষেত্রে ১০০ বারের মধ্যে ৯৯ বার দু’টি গোল করতেন রোনাল্ডো। কিন্তু বিশ্বকাপে তা হল না৷
প্রথমার্ধে বেশ কয়েকবার গোলের কাছে তাঁকে দেখা গেলেও বার বার ঘানার ডিফেন্ডারদের কাছে বাধা পাচ্ছিলেন। আগে কোনও প্রতিপক্ষ তাঁকে জোনাল মার্কিংয়ে রাখলে গতি আর শৈল্পিক ক্যারিশ্মায় সেই মার্কিং ভেঙে বেরিয়ে যেতেন সিআর৭। কিন্তু এদিন তেমনটা হল না। বয়সের ভারে গতি অনেকটাই মন্থর। তাই বক্সের আশপাশেই ঘোরাফেরা করছেন রোনাল্ডো৷ দেখা গেল না রোনাল্ডো সুলভ খেলা৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>