কলকাতা: গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওয়েলসকে হারালেও বিশ্বকাপের নক আউট পর্বে নিজেদের টিকিট পাকা করতে পারেনি হরমনপ্রীতের দল৷ এই অবস্থায় ক্রসওভার ম্যাচ খেলতে নেমেছিল ভারত। প্রতিপক্ষ নিউজিল্যান্ড৷ তারা অবশ্য সে ভাবে ছাপ রাখতে পারেননি বিশ্বকাপে৷ ভারত যেখানে গ্রুপ পর্যায়ে অপরাজিত ছিল, সেখানে গ্রুপে তৃতীয় হয়ে ভারতের বিরুদ্ধে মাঠে নেমেছিল তারা। শক্তিশালী ভারতের বিরুদ্ধে নেমেও কিন্তু কড়া টক্কর দিল কিউয়িরা। এক চুলও জমি ছাড়েনি তাঁরা৷ তার জেরেই পেনাল্টি শুট আউট পর্যন্ত গড়ায় ম্যাচ। টানটান উত্তেজনার পর অবশ্য জয় ছিনিয়ে নিল নিউজিল্যান্ড। আশাভঙ্গ হল ভারতের৷ বিশ্বকাপ থেকে ছিটকে গেল হরমনপ্রীতের দল৷
আরও পড়ুন- বিশ্বকাপ ফাইনালে কত দর্শক ছিল? ৩৩ দিন পর জানাল FIFA
চোট পেয়ে বিশ্বকাপ থেকে আগেই ছিটকে গিয়েছিলেন দলের অন্যতম ভরসা হার্দিক সিং। তার উপর গ্রুপের সবচেয়ে দুর্বল দল ওয়েলসের বিরুদ্ধে নেমে দুই গোল হজম করতে হয়েছে ভারতকে৷ ফলে ক্রসওভার ম্যাচে নামার আগে বেশ চাপেই ছিলেন জাতীয় কোচ গ্রাহাম রিড। তবে সেই চাপ সরিয়েই মাঠে নেমেছিলেন মনদীপ সিংরা। আগাগোড়া বল পজিশনে এগিয়ে থেকে ম্যাচের দখল নিজেদের হাতে রেখেছিলেন ভারতীয়রা। তবে শেষ কোয়ার্টারে হকি স্টিকে ঝড় তোলেন কিউয়িরা। পেনাল্টি শুট আউটে নিয়ে যায় ম্যাচ৷ শেষ পর্যন্ত আয়োজক দেশ ভারতকে টুর্নামেন্ট থেকে ছিটকে দেয় কিউয়িরা৷
এদিনের ম্যাচে শেষ কোয়ার্টার জুড়ে ছিল শুধুই কালো জার্সিধারীদের দাপট। ৫০ মিনিটে আবারও পেনাল্টি কর্নার পেয়ে যায় কিউয়িরা৷ গোল করতে কোনও ভুল করেননি শন ফিন্ডলে। প্রায় জিতে যাওয়া ম্যাচ তখন হারতে বসেছে ভারত৷ ম্যাচ গড়াল পেনাল্টি শুট আউট পর্যন্ত। প্রথম পাঁচটি শটের মধ্যে দুই দলই তিনটি করে গোল করায় খেলা গড়াল পেনাল্টি শুট আউটের দ্বিতীয় পর্বে। সাডেন ডেথে গিয়ে অবশেষে জিত হাসিল করে নেয় নিউজিল্যান্ড।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>