সিডনি: প্রত্যাশা ছিলই। আর তা মিলে গেল। দশম অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন নোভাক জোকোভিচ। সেই সঙ্গে ২২টি গ্র্যান্ড স্ল্যাম জিতে ছুঁয়ে ফেললেন রাফায়েল নাদালকে। অস্ট্রেলিয়ান ওপেনে শুরু থেকেই একই রকম আগ্রাসন নিয়ে ম্যাচ খেলছিলেন জোকোভিচ। ফাইনালেও সেই ধারা বজায় থেকেছে। অবশেষে চ্যাম্পিয়ন হয়েই কোর্ট ছাড়লেন তিনি।
আরও পড়ুন- বিদায় ‘টেনিস সুন্দরী’, সাফল্য, ব্যর্থতা, বিতর্ক ঘিরেই সানিয়ার টেনিস জীবন
অস্ট্রেলিয়ান ওপেন ফাইনালে স্টেফানোস চিচিপাসকে হারালেন নোভাক জোকোভিচ। সার্বিয়ার খেলোয়াড় জিতলেন ৬-৩, ৭-৬ (৭-৪), ৭-৬ (৭-৫) গেমে। আর এই জয়ের পর জোকোভিচ টেনিসের ক্রমতালিকায় কার্লোস আলকারাজকে সরিয়ে আবার শীর্ষ স্থানে উঠে এলেন। বড় বিষয় হল, ৩৫ বছরে ২২তম গ্র্যান্ড স্ল্যাম জিতে নজির গড়লেন নোভাক। অথচ তিনিই গত বছর এই খেলায় অংশ নিতে পারেননি কারণ তিনি কোভিড টিকা নিতে রাজি ছিলেন না। তাই অস্ট্রেলিয়ায় এসেও নামতে পারেননি কোর্টে, দু’সপ্তাহ পর ফিরে যেতে হয়েছিল।
তবে এবার এই দেশে এসেই ২২তম গ্র্যান্ডস্ল্যাম জিতে কিছু যেন জবাব দিলেন নোভাক জোকোভিচ। খেলা শেষের পর তাঁর প্রতিক্রিয়া দেখে সেটাই বোঝা যাচ্ছিল। উল্লেখ্য, ২০১০-এর পর কোনও দিন গ্র্যান্ডস্ল্যামের ফাইনালে প্রথম দু’টি সেট জেতার পর হারেননি জোকোভিচ। আজ কিন্তু বিষয়টি উল্টো হতেই পারত। এক সময় দুজন সমান সমান হয়ে গিয়েছিলেন বটে। কিন্তু শেষ হাসিটা হাসলেন ‘জোকার’।