এবার সকলের জন্য বুস্টার ডোজ! কবে থেকে, ঘোষণা করল কেন্দ্র

এবার সকলের জন্য বুস্টার ডোজ! কবে থেকে, ঘোষণা করল কেন্দ্র

নয়াদিল্লি: দেশে ১২ বছর বয়সীদের থেকেই টিকাকরণ চলছে। বুস্টার ডোজ দেওয়া হচ্ছে ষাটোর্ধ্বদের। তবে আইসিএমআর ভাবনা-চিন্তা শুরু করেছিল দেশের সকলকে কোভিড বুস্টার ডোজ দেওয়ার। কিন্তু তা কবে থেকে তা নির্ধারণ করা হয়নি এতদিনে। কিন্তু আজ এই বিষয়ে স্পষ্ট বার্তা দিয়ে দিল কেন্দ্রীয় সরকার। জানান হল, চলতি মাস থেকে শুরু হবে সকলের জন্য বুস্টার টিকা। অর্থাৎ ১৮ বছরের বেশি বয় হলেই সে বুস্টার টিকা নিতে পারে।

আরও পড়ুন- এবার স্কুলের ইউনিফর্ম হবে নীল-সাদা, থাকবে ‘বিশ্ব বাংলা’ লোগো, নির্দেশিকা শিক্ষা মিশনের

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, আগামী রবিবার অর্থাৎ ১০ এপ্রিল থেকে শুরু হচ্ছে সকলের জন্য বুস্টার টিকাকরণ। ১৮ বছর হলেই সে এই টিকা নিতে পারবে ষাটোর্ধ্ব এবং চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের মতোই। যদিও এই বুস্টার ডোজ নিতে গেলে আগের দুটি ডোজের টিকা নিতে হবে। আর দ্বিতীয় ডোজের টিকা নেওয়ার ৯ মাস পর এই বুস্টার ডোজের টিকা নেওয়ার নিয়ম বলেই জানান হয়েছে। এর পাশাপাশি এখন যেমন প্রথম এবং দ্বিতীয় কোভিড টিকা দেওয়ার কাজ চলছে তা তেমনই চলবে বলে অবগত করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। আসলে এই মুহূর্তে দেশে করোনার নতুন প্রজাতি ‘এক্সই’ নিয়ে আতঙ্ক ছড়িয়েছে। রটে গিয়েছিল যে এই প্রজাতি ভারতে ঢুকে পড়েছে। কিন্তু সেটা ভুল তথ্য বলে জানিয়েছে কেন্দ্র। কিন্তু তাও কোনও ঝুঁকি কেউই নিতে চাইছে না।

যে ‘এক্সই’ নিয়ে এত কথা হচ্ছে তার সংক্রমণ ক্ষমতা ওমিক্রনের থেকে ১০ শতাংশ বেশি বলে দাবি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাতেই বোঝা যাচ্ছে যে, ভারতের মতো দেশে তা কত দ্রুত ছড়িয়ে পড়তে পারে। কারণ এখানের জনসংখ্যা বিপুল। কিন্তু বিশেষজ্ঞদের মতে, দেশে এই প্রজাতি সেইভাবে ভয়ানক হতে পারবে না কারণ এখানে টিকাকরণ বিপুল হারে চলছে। সাধারণ মানুষের কিছু শতাংশের হার্ড ইমিউনিটি তৈরি হয়ে গিয়েছে মনে ধরে নেওয়া যেতে পারে। সব মিলিয়েই এই মিলিয়ে বুস্টার টিকায় জোর দিচ্ছে সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 7 =