গুয়াহাটি: দেশে তৈরি প্রথম বিমানের সফর শুরু৷ প্রথম যাত্রী কেন্দ্রীয় বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু৷ এদিন ডিব্রুগড়ের মোহনপুর বিমানবন্দর থেকে অরুণাচলের পাসিঘাটে পৌঁছয় অ্যালায়েন্স এয়ারের ডর্নিয়ের ২২৮ বিমান।
আরও পড়ুন- দেওঘরে বিরাট রোপওয়ে দুর্ঘটনা! মৃত্যু ২ মহিলার, আটক অনেক পর্যটক
মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় অ্যালায়েন্সের ডিব্রুগড়-লীলাবাড়ি-পাসিঘাট-গুয়াহাটি উড়ান৷ তবে নিয়মিত উড়ান চালু হবে ১৮ এপ্রিল থেকে। উল্লেখ্য বিষয় হল, এই বিমানটি তৈরি হয়েছে আমাদের দেশেই৷ ভারতের প্রথম যাত্রীবাহী ডর্নিয়ের বিমানটি তৈরি করেছে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড৷ বিমান পরিবহণমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, “আত্মনির্ভর ভারতের পথে এ এক ঐতিহাসিক অধ্যায়।”
১৭ আসন বিশিষ্ট দুটি ডর্নিয়ার ডিও-২২৮ বিমান লিজে দেওয়ার জন্য অ্যালায়ান্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড। অ্যালায়ান্স এয়ারের তরফে জানানো হয়েছে, এই উড়ান প্রকল্পের অধীনে আপাতত অসমের ডিব্রুগড় থেকে উত্তর-পূর্বের পাঁচটি শহরে বিমান পরিষেবা চালু করা হবে৷ সিন্ধিয়া জানান, আগামী ১২-১৫ দিনের মধ্যে ডিব্রুগড়-তেজু ও ডিব্রুগড়-জিরোর মধ্যে বিমান চলাচল করবে৷ এর পর ডিব্রুগড়ের সঙ্গে থেকে টুটিং, মেচুকা ও বিজয়নগরকে আকাশ পথে যুক্ত করা হবে। শীঘ্রই চালু করা হবে ৬৫০ কোটি টাকার হলঙ্গি বিমানবন্দর৷ তিনি আরও জানান, অরুণাচলের বিমান যোগাযোগ পরিকাঠামো ও ‘অ্যাডভান্সড ল্যান্ডিং গ্রাউন্ডের’ উন্নতিকল্পে ২২৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>