দেওঘরে বিরাট রোপওয়ে দুর্ঘটনা! মৃত্যু ২ মহিলার, আটক অনেক পর্যটক

দেওঘরে বিরাট রোপওয়ে দুর্ঘটনা! মৃত্যু ২ মহিলার, আটক অনেক পর্যটক

রাঁচি: নয়া সপ্তাহের শুরুতেই বড় দুর্ঘটনার খবর সামনে এল। দেওঘরের ত্রিকূট পাহাড়ে রোপওয়ে ভেঙে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই ২ মহিলার মৃত্যু হয়েছে বলে খবর। পাশাপাশি প্রায় ৫০ জন পর্যটক সেখানে আটকে রয়েছে বলেও খবর পাওয়া যাচ্ছে। এই ঘটনার খবর পাওয়া মাত্রই সেখানে গিয়েছে প্রশাসনিক আধিকারিকরা, বিপর্যয় মোকাবিলা বাহিনী। আধাসেনাকেও তলব করা হয়েছে বলে জানান হয়েছে।

আরও পড়ুন- ষষ্ঠ শ্রেণিতে ‘ফেল’, কঠিন লড়াইয়ে সেই মেয়েই আজ IAS

এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে ৪৮ জন ভাঙা রোপওয়েতে আটকে পড়েছেন এবং তাদের মধ্যে ৮ জন গুরুতর আহত হয়েছে। তবে কী ভাবে হল এই দুর্ঘটনা? প্রশাসনের তরফে জানান হয়েছে, এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যাওয়ার পথে রোপওয়ের দু’টি ট্রলিতে সংঘর্ষ ঘটে। তার জেরে দুই পর্যটকের মৃত্যু হয় এবং ১২টি ট্রলিতে আটকে পড়েন মোট ৪৮ জন পর্যটক। আটক পর্যটকদের উদ্ধার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − 5 =