হিজাবে অনুমতি নয়! দ্বাদশের বোর্ড পরীক্ষাই দিলেন না দুই ছাত্রী

হিজাবে অনুমতি নয়! দ্বাদশের বোর্ড পরীক্ষাই দিলেন না দুই ছাত্রী

b54bee65df802e7f82e6b5a9cdd22787

 বেঙ্গালুরু: শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরা নিয়ে বিস্তর বিতর্ক হয়েছে৷ জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত৷ এবার হিজাব বিতর্কে জুড়ল নয়া অধ্যায়৷ কর্ণাটকের উদুপিতে হিজাব পরে আসায় পরীক্ষায় বসতে দেওয়া হল না দুই ছাত্রীকে৷ পরীক্ষা দিতে না পেরে কলেজ ছেড়ে বেরিয়ে যান ওই দুই পরীক্ষার্থী৷ 

আরও পড়ুন- ফের কোর্ট চত্বরে শ্যুট আউট, দিল্লি রোহিনী আদালতে গুলিতে জখম আইনজীবী সহ-২

এখন দ্বাদশের বোর্ড পরীক্ষা চলছে৷ এদিন ওই দুই পরীক্ষার্থী ক্লাসে ঢোকার পর হিজাব পরে পরীক্ষায় বসার অনুমতি চান৷ কিন্তু তাঁদের সেই অনুমতি দেওয়া হয়নি৷ পরীক্ষা কেন্দ্র থেকে সাফ জানিয়ে দেওয়া হয়, তাঁরা হিজাব পরে পরীক্ষা দিতে পারবেন না৷ ফলে বোর্ড পরীক্ষা না দিয়েই বেরিয়ে যান তাঁরা৷ জানা গিয়েছে, ওই দুই ছাত্রীর নাম আলিয়া আসাদি এবং রেশম৷

এদিন অ্যাডমিট কার্ড সঙ্গে নিয়েই হিজাব পরে উদুপির বিদ্যাদয় পিইউ কলেজে পরীক্ষা দিতে গিয়েছিলেন তাঁরা৷ জানা গিয়েছে, প্রায় ৪৫ মিনিট ধরে কলেজের অধ্যক্ষ এবং পরিদর্শকের কাছে তাঁরা কাকুতিমিনতি জানায়৷ কিন্তু আবেদনে সাড়া মেলেনি৷ কলেজ কর্তৃপক্ষ জানায়, আদালতের নির্দেশ ও রাজ্য সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে হিজাব পরে তাঁদের পরীক্ষায় বসতে দেওয়া সম্ভব নয়৷ অনুরোধে কাজ না হওয়ায় পরীক্ষা না দিয়েই তাঁরা পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে পড়েন৷ যা নিয়ে নতুন করে শোরগোল বেঁধেছে৷ এই ঘটনা হিজাব কাণ্ডে নতুন অধ্যায় যোগ করল৷