ফের কোর্ট চত্বরে শ্যুট আউট, দিল্লি রোহিনী আদালতে গুলিতে জখম আইনজীবী সহ-২

ফের কোর্ট চত্বরে শ্যুট আউট, দিল্লি রোহিনী আদালতে গুলিতে জখম আইনজীবী সহ-২

eed857be93a841adf6aded3e668d3faa

নয়াদিল্লি: নয়াদিল্লি: মাঝে ছয় মাসের ব্যবধান৷ ফের গুলি চলল  দিল্লির রোহিণী আদালতে৷ প্রত্যক্ষদর্শীদের কথায়, শুক্রবার আদালতের কাজ শুরু হওয়ার ঠিক পরেই নিরাপত্তার দায়িত্বে থাকা এক ব্যক্তি তাঁর বন্দুক থেকে গুলি চানান। গুলি লেগে জখম হন এক আইনজীবী সহ দুই জন। কয়েকজন আইনজীবীর সঙ্গে ওই নিরাপত্তারক্ষীর বচসা চলার মাঝেই গুলি চলে বলে খবর।  ওই নিরাপত্তারক্ষী ইচ্ছাকৃত গুলি চালিয়েছেন নাকি দুর্ঘটনাবশত গুলি বেরিয়েছে, তা তদন্ত করে দেখছে পুলিশ। গত বছরের সেপ্টেম্বর মাসে দিল্লির এই রোহিনী আদালতই সাক্ষী থেকেছিল গ্যাংওয়ারের৷  ২০৭ নং ঘরে গুলি করা হয়েছিল দিল্লির মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার গোগীকে ৷ গোলাগুলিতে মৃত্যু হয়েছিল মোট ৬ জনের। এরপর ডিসেম্বরে ঘটে বিস্ফোরণ৷ এর পর সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল রোহিনী আদালতের কাজকর্ম।  ফের আদালত খুলতেই চলল গুলি৷ 

আরও পড়ুন- বিজেপিকে হারানোর ‘মন্ত্র’ জানেন কিশোর! ফের কংগ্রেস-বৈঠক হতে পারে

দিল্লি পুলিশ সূত্রে খবর, সকাল ৯ টা নাগাদ রোহিনী আদালতের ৮ নং গেটের কাছে অশান্তি শুরু হয়। কিছু আইনজীবী নিজেদের মধ্যে বচসায় জড়ান। ঘটনার সময় আদালতের এই গেটে নিরাপত্তার দায়িত্বে ছিলেন নাগাল্যান্ড পুলিশের এক কর্মী। তাঁর বন্দুক থেকেই গুলি চলে বলে খবর। জানা যায় এই ঘটনায়  আইনজীবী-সহ ২  জন আহত হয়েছেন।