এই প্রথম সেনার শীর্ষ পদে ইঞ্জিনিয়ার! দায়িত্ব গ্রহণ করলেন জেনারেল মনোজ পাণ্ডে

এই প্রথম সেনার শীর্ষ পদে ইঞ্জিনিয়ার! দায়িত্ব গ্রহণ করলেন জেনারেল মনোজ পাণ্ডে

নয়াদিল্লি: সেনা প্রধান হিসেবে দীর্ঘ ২৮ মাস ধরে কাজ করার পর শেষ হল জেনারেল মনোজ মুকুন্দ নারাভানের সময়কাল। তাঁর জায়গায় নতুন সেনা প্রধান হলেন লেফট্যানেন্ট জেনারেল মনোজ পাণ্ডে। তিনি প্রথম ইঞ্জিনিয়ার যিনি এই পদে বসলেন। দেশের ২৯ তম সেনা প্রধান হলেন তিনি। এতদিন উনি সহকারি সেনা প্রধান হিসেবে কাজ করছিলেন। সেনা প্রধান হিসেবে নিযুক্ত হওয়ার আগে ২০২১ সালের জুন মাস থেকে ২০২২ সালের জানুয়ারি মাস পর্যন্ত ইস্টার্ন কমান্ডের কমান্ডিং-ইন-চিফ পদে ছিলেন জেনারেল মনোজ পাণ্ডে। ১ ফেব্রুয়ারি ২০২২-এ তিনি সেনাবাহিনীর ভাইস চিফ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

আরও পড়ুন- ঘোষণাই সার, ট্রেনে বেডরোল কোথায়? বিশেষ নিয়ম ভারতীয় রেলে

ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির প্রাক্তন ছাত্র মনোজ পাণ্ডে ভারতীয় সেনাবাহিনীর ভাইস চিফ লেফটেন্যান্ট জেনারেল। ১৯৮২ সালে কর্পস অফ ইঞ্জিনিয়ার্সে যোগ দেন তিনি। জম্মু ও কাশ্মীরে পুলওয়ামা সেক্টরে লাইন অব কন্ট্রোলের (LOC) পাল্লানওয়ালা সেক্টরে ‘অপারেশন পরাক্রমে’র সময় ১১৭ ইঞ্জিনিয়ারিং রেজিমেন্টের নেতৃত্বে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল পাণ্ডে। ২০০১ সালের ডিসেম্বর মাসে সংসদের জঙ্গি হামলার পরেই শুরু হয় ‘অপারেশন পরাক্রম’৷ দেশের পশ্চিম সীমান্তে বিপুল পরিমাণ সেনা, যুদ্ধাস্ত্র মোতায়েন করা শুরু হয়। যা যুদ্ধের মুখোমুখি নিয়ে এসেছিল ভারত-পাকিস্তানকে৷ সেই অপারেশনের নেতৃত্ব দিয়েছিলেন লেফটেন্যান্ট জেনারেল পাণ্ডে।

গত ৩৯ বছরের সেনা জীবনে লেফটেন্যান্ট জেনারেল পাণ্ডে পশ্চিম সীমান্তে ইঞ্জিনিয়ারিং ব্রিগেড, এলওসি বরাবর ইনফ্যান্টারি ব্রিগেড, লাদাখ সেক্টরে মাউন্টেন ডিভিশন এবং উত্তর-পূর্বে কর্পস কমান্ড করেছিলেন৷ ইস্টার্ন কমান্ডের দায়িত্ব নেওয়ার আগে লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে ছিলেন আন্দামান-নিকোবর কমান্ডের কমান্ডার ইন চিফ। গত তিন মাসে কয়েকজন শীর্ষ আধিকারিক অবসর নেওয়ার পরে তিনিই ছিলেন সবচেয়ে সিনিয়র। এবার তাঁকে নতুন দায়িত্ব দিল ভারতীয় সেনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × four =