নয়াদিল্লি: বিশ্বের সপ্তম আশ্চর্য তাজমহল৷ এই সৌধকে নিয়ে আগ্রহের অন্ত নেই৷ নদীর তীরে তাজমহলের বন্ধ ভূগর্ভস্থ কক্ষগুলিতে সম্প্রতি রক্ষণাবেক্ষণের কাজ করছিল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (এএসআই)। সেই সময়েই তাজমহলের এই বন্ধ ঘরগুলির ছবি তোলা হয়।
আরও পড়ুন- এক ধাক্কায় অনেকটাই কমল দৈনিক সংক্রমণ, উদ্বেগ বাড়াচ্ছে বাংলা
এর আগে তাজমহলের ২২টি বন্ধ ঘর খোলার দাবি উঠেছিল৷ আর্জি জানিয়ে এলাহাবাদ হাই কোর্টে মামলা দায়ের করেছিলেন অযোধ্যা জেলায় ভারতীয় জনতা পার্টির মিডিয়া ইনচার্জ রজনীশ সিং। কিন্তু, তাঁর সেই আবেদন নাকোচ করে দেয় এলাহাবাদ হাই কোর্ট। পাশাপাশি এলাহাবাদ হাই কোর্টের বিচারপতি আবেদনকারীর উদ্দেশে বলেন, জনস্বার্থ মামলার নামে ‘উপহাস’ করবেন না৷
এর আগে তাজমহলে হিন্দুরা গিয়ে যাতে পুজো করার অনুমতি পান, সেই দাবি তুলেও আদালতে মামলা হয়েছিল। আবেদনকারীদের দাবি ছিল, মুঘল আমলে তৈরি এই বিশ্ববিখ্যাত সৌধের জায়গায় আদতে ‘তেজো মহালায়া’ নামক শিব মন্দির ছিল। সেই মামলা অবশ্য আদালতে টেকেনি। সেই বিতর্ক সাম্প্রতিককালে ফের মাথাচাড়া দেয়৷ জয়পুর রাজপরিবারের সদস্য তথা বিজেপির সাংসদ দিয়া কুমারী সম্প্রতি দাবি করেছিলেন, যে জমিতে তাজমহল তৈরি করা হয়েছে, সেটা আসলে তাঁদের ছিল। তিনি এও দাবি করেন, সেইসময় আদালত ছিল না বলে এই বিষয়ে কোথাও কোনও আবেদন করা হয়নি। তবে নথি যাচাই করলেই আসল তথ্যটা সামনে চলে আসবে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>