আট বছরের বালককে গিলে খেল কুমির! আতঙ্কে কাঁটা গোটা গ্রাম

আট বছরের বালককে গিলে খেল কুমির! আতঙ্কে কাঁটা গোটা গ্রাম

0b45c735de80ce7b03503e1eaf968758

ভোপাল: ভয়ঙ্কর! নদীতে স্নান করতে নামা ৮ বছরের এক বালককে টেনে নিয়ে গেল কুমির৷ তার পর ওই বালককে গিলে খেল সে৷ এই ঘটনায় শিহরিত মধ্যপ্রদেশের  শেওপুর৷ 

আরও পড়ুন- এক অটোতে সওয়ার ২৪ যাত্রী, কাণ্ড দেখে হতবাক পুলিশ! ভাইরাল ভিডিও

সোমবার সকালে চম্বল নদীতে স্নান করতে গিয়েছিল ওই বালকটি। নদীর জলে নামতেই তাকে টেনে নিয়ে  গিয়ে গিলে খায় একটি কুমির। এই দৃশ্য দেখা মাত্রই এলাকায় হইচই পড়ে যায়৷ খবর দেওয়া হয় বালকটির পরিবারকে৷ তড়িঘড়ি নীদর পৌঁছয় তাঁর৷ তারপর লাঠি, দড়ি, জাল দিয়ে কুমিরটিকে টেনে হিঁচড়ে ডাঙায় তুলে আনে  স্থানীয়রা৷ কিন্তু কুমিরের পেট থেকে কী ভাবে বার করা হবে বালকটিকে৷ খবর দেওয়া হয় বনদফতর ও পুলিশে৷ ততক্ষণ গ্রামবাসীরা ঘিরে রাখে কুমিরটিকে৷ 

পুলিশ আসা মাত্রই গ্রামবাসীরা দাবি জানান,  বালকটিকে কুমিরের পেট থেকে বার করতে হবে৷ রঘুনাথপুর থানার ইন-চার্জ শ্যাম বীর সিং তোমর জানান, নদীতে স্নান করতে নেমে জলের অনেকটা গভীরে চলে গিয়েছিল বালকটি। গ্রামবাসীরাই দেখেত পান বালকটিকে গিলে খেয়েছে কুমির। তার পরই তাঁরা কুমিরটিকে ধরে ডাঙায় নিয়ে আসে। গ্রামবাসীদের দাবি, কুমিরের পেট থেকে বালকটিকে বার করা গেলে তাকে বাঁচানো যেত৷ কুমিরের পেট  থেকে বালকটিকে বার না করা হলে কুমিরটিকে ছাড়বেন না৷