লখনউ: প্রচন্ড গতিতে ফতেপুরের রাস্তা দিয়ে ছুটছে যাত্রীবাহী একটি অটো। চালকের এই অস্বাভাবিক গতি পুলিশের দৃষ্টি আকর্ষণ করতে বেশি সময় নেয়নি। যে কোনো মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা করে অল্প সময়ের মধ্যেই পুলিশ অটোটির পিছনে ধাওয়া করে। কিছু দূর পালানোর পর শেষমেষ পুলিশের হাতে ধরাও পড়েন অটো চালক। কিন্তু এরপর অটোর ভিতর থেকে যাত্রীদের নেমে আসতে বলতেই রীতিমতো চক্ষু চড়কগাছ পুলিশ আধিকারিকদের। দেখা যায় অটোর ভিতর থেকে এক এক করে বেরিয়ে এসেছেন কমপক্ষে ২৪ জন যাত্রী। ৬ জন সিটের এই অটোর ভিতরে যে এত যাত্রী থাকতে পারে তা কার্য কল্পনা করাও অসম্ভব। কিন্তু অকল্পনীয় এই কাজটিই করে দেখিয়েছেন উত্তরপ্রদেশের ফতেপুরের বাসিন্দা ওই অটোচালক। সোশ্যাল মিডিয়ায় এই যাত্রীবাহী অটোর একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, যা দেখে দর্শকেরা কুলকিনারাই করতে পারছেন না যে ওইটুকু অটোর ভিতরে কোথায় এত যাত্রী বসেছিলেন।
এটি উত্তরপ্রদেশের ফতেপুরের ঘটনা। সম্প্রতি প্রচণ্ড গতিতে ধাবমান একটি অটো পুলিশের নজরে পড়ে সেখানকার ভিন্ডকি কোতওয়ালি এলাকায়। এরপর ফতেপুর ট্রাফিক পুলিশ অটোটির পিছু ধাওয়া করে তাকে থামায়। সেখানেই অটোর যাত্রীসংখ্যা দেখে চোখ কপালে ওঠে পুলিশের। দেখা যায় অটোচালক তাঁর ছয় আসনের অটোয় কমপক্ষে ২৪ জন যাত্রীকে বসিয়েছেন। বালক থেকে বৃদ্ধ সব বয়সের যাত্রী রয়েছেন তার মধ্যে।
এরপর দেখামাত্রই পুলিশ ওই অটোটি বাজেয়াপ্ত করেছে। এদিকে, যাত্রীদের অটো থেকে নামার ওই ঘটনাটির ভিডিয়োর রেকর্ডিং করছিল কোনও ব্যক্তি। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে ইন্টারনেট জুড়ে। ভিডিয়ো দেখে দর্শকেরা ভেবেই পাচ্ছেন না ছয় আসনের অটোর ভিতর চালক-সহ এত যাত্রী কিভাবে এঁটেছিলেন। ওই ভিডিও দেখে ইতিমধ্যেই হাসির রোল উঠেছে নেটপাড়ায়।