এক ওষুধেই গায়েব ক্যানসার! যুদ্ধজয়ের পথে বিজ্ঞানীরা

এক ওষুধেই গায়েব ক্যানসার! যুদ্ধজয়ের পথে বিজ্ঞানীরা

09f50bc546b12ba6b8fd0285c53e0b6c

কলকাতা: ‘ক্যান্সার’৷ এই একটি শব্দ যেন মুহূর্তে শেষ করে দেয় মানুষের জীবন৷ পায়ের নীচ থেকে যেন মাটি সরে যায়৷ এই মারণ রোগের হাত থেকে মানুষের জীবন বাঁচাতে নিরলস গবেষণা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা৷ অবশেষে দেখা দিল কি আশার আলো? হয়তো তাই৷ এমন একটি ওষুধ আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা, যা ক্যান্সার নির্মূলে সক্ষম৷ এই আবিষ্কারে উত্তাল চিকিৎসা মহল৷ 

আরও পড়ুন- রবিবার কারোর ছায়া পড়বে না বাংলায়! গল্প লাগলেও সত্যি

এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ১৮ জন রোগীর উপর ‘ডসটারলিম্যাব’ নামের একটি ওষুধ প্রয়োগ করা হয়। তাঁরা সকলেই মলদ্বারের ক্যানসারে আক্রান্ত ছিলেন। প্রায় ৬ মাস ধরে তাঁদের শরীরে এই ওষুধ প্রয়োগ করার পর দেখা যায়, তাঁদের শরীর থেকে সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গিয়েছে ক্যানসারের কোষ। নিউ ইয়র্কের মেমোরিয়াল স্লোয়ান কেটারিং ক্যানসার সেন্টারের ড. লুইস এ দিয়াজ জে বলেন, ‘‘এই প্রথম ক্যানসার চিকিৎসার ইতিহাসে এমন অসাধ্য সাধন ঘটল।” 

জানা গিয়েছে, এই ১৮জন রোগীকে কেমোথেরাপি, রেডিয়েশন ও শল্য চিকিৎসার মধ্যে দিয়ে যেতে হয়েছিল। এর ফলে মলত্যাগ, প্রস্রাব এমনকী তাঁদের যৌন জীবনেও প্রভাব পড়েছিল। এই পরিস্থিতিতে ওই ওষুধের প্রয়োগ চিকিৎসার একটি সাধারণ ধাপ বলেই মনে করেছিলেন চিকিৎসকরা। কিন্তু রাতারাতি ক্যানসার থেকে মুক্তি পেয়ে তাঁরা রীতিমতো চমকে যান৷ এই সাফল্যে উচ্ছ্বসিত চিকিৎসকরাও৷ এই আবিষ্কার চিকিৎসা বিশ্বে সাড়া ফেলে দিয়েছে৷