কলকাতা: এমনটাও হয়! এ যে কস্মিনকালেও কেউ দেখেনি৷ ভর সন্ধ্যায় ব্যস্ততম রাস্তা দিয়ে টগবগ করে ছুটছে ঘোড়া৷ যদিও আকর্ষণের কেন্দ্রবিন্দু ঘোড়াটি নয়৷ বরং সকলের নজর আটকালো ঘোড়সওয়ারির দিকে৷ কারণ, তাঁর পিঠে বসে ঘোড়সওয়ারি করছে একটি সারমেয়৷ হ্যাঁ, ঠিকই শুনেছেন৷ ঠিক এমনই দৃশ্য চাক্ষুষ করল শহরের মানুষ৷
আরও পড়ুন- আশা করি দ্রৌপদী ভয় ও পক্ষপাত ছাড়াই কাজ করবে: যশবন্ত সিনহা
সন্ধ্যাবেলা ঘোড়ার পিঠে চেপে শহর ঘুরতে বেরিয়েছিল সারমেয়টি৷ হাবভাব একেবারে ঘোড়সওয়ারি পুলিশের মতো৷ যা দেখে অনেকেরই মনে পড়ে গিয়েছে কার্টুন ‘প পেট্রোল’-এর কথা৷ কারও কারও আবার এই ভাইরাল ভিডিয়োটি দেখে মনে পড়ে গিয়েছে জনপ্রিয় বলিউড সিনেমা ‘ওয়েলকাম’-এর কথা৷ যেখানে অনিল কাপুর থুড়ি মজনু ভাইকে দেখা গিয়েছিল ঘোড়ার উপরে একটি গাধাকে দাঁড় করিয়ে রাখতে।
ওয়েলকাম হয়তো অনেকেই দেখেছেন৷ কিন্তু অনেকেই হয়তো ‘প পেট্রোল’ সম্পর্কে অবগত নন৷ তাঁদের উদ্দেশে বলে রাখা ভাল, এটি একটি কানাডিয়ান সিরিজ। এই সিরিজে রাইডার নামের একটি ছেলেকে দেখা গিয়েছে৷ সে একটি দল চালাত৷ সেই দলে ছিল অসংখ্য কুকুরছানা৷ যারা সকলেই আবার কথা বলতে পারে। অ্যাডভেঞ্চার বে নামক একটি শহরে জরুরি পরিষেবা দেওয়াই ছিল ওই কুকুরছানাগুলির প্রধান কাজ। একটি এপিসোডে দেখা গিয়েছে, একটি ঘোড়াকে উদ্ধার করে আনছে পাপস অ্যাট ওয়ার্ক (PAW)-রা৷ তাই তো ভাইরাল ভিডিয়োটি দেখার পরই নেটিজেনদের মনে পড়ে গিয়েছে ওই কার্টুন সিরিজের কথা৷
Paw patrol..🐕🐾🏇😅 pic.twitter.com/SaeOh8Y8UQ
— 𝕐o̴g̴ (@Yoda4ever) July 16, 2022
ইয়োডা ফোর এভার নামক একটি ট্যুইটার পেজ থেকে এই অদ্ভূত ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। ইতিমধ্যেই ৩১৬K ভিউ এবং ১৮K লাইক পেয়েছে ভিডিয়োটি। ভিডিয়োটিতে দেখা গিয়েছে, অবলীলায় ঘোড়সওয়ারি করছে সারমেয়টি৷ একেবারে নির্ভয়ে দাঁড়িয়ে রয়েছে সে৷ শুধু তাই নয়, তারা পথে নেমেছে আইন মেনে৷ ট্রাফিক সিগন্যালের লাল আলো জ্বলতেই থেমেছে ঘোড়ার দৌড়৷ সবুজে ফের ছুট৷ এদিকে, সিগন্যালে দাঁড়িয়ে ঘোড়াটা যখন গ্রিন সিগন্যালের অপেক্ষায়, তখনও সারমেয়টিকে দেখা গিয়েছে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকতে।
এই ভিডিয়োটি কোন শহরে তোলা তা অবশ্য জানা যায়নি৷ ভিডিয়োটি কে বা কারা তুলেছেন, তাও স্পষ্ট নয়৷ তবে ভিডিয়োটি দেখার পর নেটিজেনদের অনেকে দাবি করেছেন, ওই সারমেয় এবং ঘোড়াটি একই বাড়িতে থাকে। তাদের সখ্য অনেক দিনের। তাই তো ঘোড়সওয়াড়ির রীতিমতো অভ্যাসও রয়েছে সারমেটির৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>