আশা করি দ্রৌপদী ভয় ও পক্ষপাত ছাড়াই কাজ করবে: যশবন্ত সিনহা

আশা করি দ্রৌপদী ভয় ও পক্ষপাত ছাড়াই কাজ করবে: যশবন্ত সিনহা

নয়াদিল্লি: ভারতের পরবর্তী রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছেন দ্রোপদী মুর্মু। দেশ পেয়েছে দ্বিতীয় মহিলা ও প্রথম সাঁওতাল সম্প্রদায়ভুক্ত রাষ্ট্রপতি। বৃহস্পতিবার বিপুল ভোটে বিরোধী পদপ্রার্থী যশবন্ত সিনহাকে হারিয়ে জয় পেয়েছেন মুর্মু। এদিন সন্ধ্যায় মুর্মুর জয়ের খবর প্রকাশ্যে আসতেই তাঁকে অভিনন্দন জানান বিরোধী রাষ্ট্রপতি পদপ্রার্থী তথা মুর্মুর প্রতিদ্বন্দ্বী যশোবন্ত সিনহা। এদিন সিনহা লেখেন, ‘২০২২ সালের রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মুর্মুকে তাঁর বিজয়ের জন্য অভিনন্দন জানাচ্ছি। আমি আশা করি যে ভারতের ১৫ তম রাষ্ট্রপতি হিসাবে তিনি ভয় বা পক্ষপাত ছাড়াই সংবিধানের রক্ষক হিসাবে তাঁর সমস্ত দায়িত্ব পালন করবেন।

 উল্লেখ্য, দ্রৌপদী মুর্মু ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি। তাঁকে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে মনোনীত করে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স তথা এনডিএ। এদিন ভোট গণনার তিন রাউন্ড শেষে দেখা যায় মোট ভোটের ৫০ শতাংশের বেশি ভোট পেয়েছেন মুর্মু।

 এরপরেই পরাজয় স্বীকার করে এক পৃষ্ঠার বিবৃতি দিয়ে যশোবন্ত সিনহা বলেন, ‘নির্বাচনের ফলাফল আমার পক্ষে না যাওয়া সত্ত্বেও, আমি বিশ্বাস করি এটি ভারতীয় গণতন্ত্রকে দুটি গুরুত্বপূর্ণ উপায়ে উপকৃত করেছে। প্রথমত, এটি বেশিরভাগ বিরোধী দলকে একই সুতোয় বাঁধতে সাহায্য করেছে। এটি সত্যিই প্রয়োজন ছিল। তাই আমি দেশের সমস্ত বিরোধী দলগুলির কাছে আন্তরিকভাবে আবেদন করছি- প্রেসিডেন্ট নির্বাচনের পরেও যাতে বিরোধী ঐক্যও একইভাবে জোরদার থাকে। এটা আবার উপ রাষ্ট্রপতি নির্বাচনেরর সময়েও সমানভাবে পরিলক্ষিত হবে।’ তিনি আরও বলেন,আমি এই নির্বাচনী প্রচারণার মাধ্যমে সমগ্র জাতি ও সাধারণ মানুষের সামনে বিরোধী দলগুলোর মতামত, উদ্বেগ এবং প্রতিশ্রুতি তুলে ধরার চেষ্টা করেছি। 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × five =