‘রাজতিলক কা করো তৈয়ারি’! বিহারের পালা বদলে বার্তা লালু-কন্যা রোহিণীর

‘রাজতিলক কা করো তৈয়ারি’! বিহারের পালা বদলে বার্তা লালু-কন্যা রোহিণীর

6af4edac925458f9739fa9e9075a389e

কলকাতা: উত্তেজনার আগুনে টগবগ করে ফুটছে বিহারের রাজনীতি৷ এনডিএ জোট ছাড়ার আগে পটনায় তখন জেডি(ইউ)-র সাংসদ-বিধায়ক-নেতাদের সঙ্গে বৈঠক করছেন নীতীশ কুমার৷ এরই মাঝে টুইট লালু-কন্যার৷ হঠাৎ টুইট করে লালু-কন্যা রোহিণী আর্য লেখেন, ‘রাজতিলক কা করো তৈয়ারি, আ রহে হ্যায় লণ্ঠনধারী’।

আরও পড়ুন- BJP-র সঙ্গে জোট ভেঙে ইস্তফা দিলেন নীতীশ, মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে ছুটলেন লালুর বাড়িতে

ওই টুইটের সঙ্গে লণ্ঠনধারী আরজেডি সমর্থকদের একটি ভিডিয়োও পোস্ট করেন লালু-কন্যা৷ যেখানে লন্ঠন হাতে তাঁদের ভোজপুরী গান— ‘লালু বিন চালু এ বিহার না হোই’ (লালুকে ছাড়া বিহার চলবে না) গাইতে শোনা যায়৷ লালুর পাশাপাশি সেখানে দেখা যায় তেজস্বীর ছবিও।

রোহিণীর সাফ লেখেন, পাঁচ বছর পর আবার বিহারে ক্ষমতার অংশীদার হতে চলেছে আরজেডি। যার প্রতীকচিহ্ন লণ্ঠন।  জেডি(ইউ)-আরজেডি-কংগ্রেস-বামেদের সেই ‘মহাগঠবন্ধন’ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেতে পারেন লালু-পুত্র তেজস্বী৷ তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে বিহারের অন্দরে। আরজেডির একটি সূত্রে জানা যাচ্ছে, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বীকে এ বার দেওয়া হতে পারে স্বরাষ্ট্র দফতরের দায়িত্ব। অপর একটি সূত্র বলছে, ফের উপমুখ্যমন্ত্রীই হতে চলেছেন লালু-পুত্র৷