নয়াদিল্লি: দীর্ঘ দিনের সম্পর্ক ছিন্ন করে কংগ্রেসের ‘হাত’ ছাড়লেন গুলাম নবি আজাদ৷ রাহুল গান্ধীকে বিঁধে কংগ্রেসের সমস্ত পদ থেক ইস্তফা দিলেন তিনি৷ শুক্রবার কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে পাঠানো ইস্তফাপত্রে নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন গুলাম৷
আরও পড়ুন- শীঘ্রই কলকাতা-সহ ১৩ রাজ্যে শুরু হচ্ছে 5G পরিষেবা! প্রস্তুতির নির্দেশ কেন্দ্রের
নিজের ইস্তফাপত্রে আজাদ লিখেছেন, ‘‘দুর্ভাগ্যবশত রাহুল গান্ধী রাজনীতিতে আসা, বিশেষ করে ২০১৩ সালে তাঁকে সহসভাপতি হিসাবে দায়িত্ব দেওয়ার পর যাবতীয় পরামর্শমূলক ব্যবস্থাপনা ভেঙে দেন তিনি।” তাঁর কথায়, ‘গোটা সাংগঠনিক নির্বাচনী প্রক্রিয়াই একটা প্রহসন। দেশের কোথাও সংগঠনের কোনও পর্যায়ের নির্বাচনই হয়নি।’ এর জন্য তিনি দায়ী করেন রাহুল গান্ধীকে৷ গুলাম বলেন, এটা হয়েছে কারণ গত আট বছর ধরে যিনি নেতৃত্ব দিচ্ছেন, তিনি একজন অযোগ্য ব্যক্তি৷
তাঁর অযোগ্যতার প্রমাণ হিসাবে আজাদ বলেন, ‘অপরিণত বলেই সংবাদমাধ্যমের সামনে সরকারি অধ্যাদেশ ছেঁড়া হয়েছিল। তাঁর এই ধরনের শিশুসুলভ আচরণের জেরে প্রধানমন্ত্রী ও ভারত সরকারের ভাবমূর্তি নষ্ট করেছে। প্রসঙ্গত, ২০২০ সালের অগাস্ট মাসে যে ২৩ জন কংগ্রেস নেতা হাইকমান্ডের কাছে চিঠি দিয়ে দলীয় নির্বাচন এবং স্থায়ী সভাপতি নিয়োগের দাবি জানিয়েছিলেন, তাঁদের মধ্যে ছিলেন আজাদ ছিলেন অন্যতম। কংগ্রেসের অন্দরে তিনি ‘বিক্ষুব্ধ’ বলেই পরিচিত ছিলেন৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>