গ্রেনেড, পাকিস্তানি পতাকা সঙ্গে ছিল! কাশ্মীরে গ্রেফতার তিন লস্কর জঙ্গি

গ্রেনেড, পাকিস্তানি পতাকা সঙ্গে ছিল! কাশ্মীরে গ্রেফতার তিন লস্কর জঙ্গি

শ্রীনগর: পর পর দু’দিন বড় সাফল্য জম্মু ও কাশ্মীরে। শুক্রবার ভারতে অনুপ্রবেশকারী তিন পাক জঙ্গিকে গুলিতে নিকেশ করেছে সেনাবাহিনী। শনিবার তিন লস্কর জঙ্গি কাশ্মীর পুলিশের হাতে ধরা পড়েছে। কাশ্মীরের সোপোর থেকে এই তিন জঙ্গিকে পাকড়াও করে তাঁরা বলে জানা গিয়েছে। এই জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হয়েছে গ্রেনেড, পাকিস্তানের পতাকা সহ আরও অস্ত্র।

আরও পড়ুন: ২৬/১১-এর স্মৃতি ফিরবে! পাকিস্তানি নম্বর থেকে পুলিশের কাছে এল হুমকি

জানা গিয়েছে, কাশ্মীরের সোপোর এলাকায় বোমাই চকে নাকা তল্লাশি চলার সময় এই তিন সন্দেহভাজনকে লক্ষ্য করে কাশ্মীর পুলিশ। গোরিপুরা থেকে বোমাইয়ের দিকে আসছিল তারা। সেনা এবং পুলিশ বাহিনী তাদের দাঁড়াতে বললে তারা পালানোর চেষ্টা করে। তখনই সন্দেহ আরও বেড়ে যাওয়ায় তিন জনকে ধাওয়া করা হয়। মুহূর্তের মধ্যেই ওই তিন জঙ্গি ধরা পড়ে যায়। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৩ টি হ্যান্ড গ্রেনেড, ৯ টি পোস্টার এবং ১২ টি পাকিস্তানি পতাকা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তারা লস্কর জঙ্গি এবং তাদের পরিকল্পনা ছিল কাশ্মীরে পরিযায়ী শ্রমিক এবং নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালানো। প্রসঙ্গত, ২২ রাষ্ট্রীয় রাইফেলস, সিআরপিএফের ১৭৯ ব্যাটলিয়ন এবং সোপোর পুলিশের যৌথবাহিনী অভিযান চালিয়ে এই তিন জঙ্গিকে গ্রেফতার করে।

ওদিকে শুক্রবার উরি সংলগ্ন এলাকায় সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করেছিল পাকিস্তানের মদতপুষ্ট তিন জঙ্গি। তারা মনে করেছিল ওই অঞ্চলে প্রচণ্ড কুয়াশা এবং বৃষ্টি হওয়ায় ভারতীয় সেনা হয়তো তাদের খেয়াল করতে পারবে না। কিন্তু আদতে তেমনটা হয় না। ভারতীয় সেনা বিশেষ নজরদারি ক্যামেরায় তাদের ধরে ফেলে। এরপরই শুরু হয় দুই পক্ষের ‘যুদ্ধ’। জঙ্গিদের বিরুদ্ধে অভিযান শেষের পর সেনার তরফে জানান হয়েছে, তিনজন জঙ্গিকে নিকেশ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 1 =