জল এবং আগুন একসঙ্গেই বেরচ্ছে হ্যান্ডপাম্প থেকে! বিরল দৃশ্যে হতবাক সকলে

জল এবং আগুন একসঙ্গেই বেরচ্ছে হ্যান্ডপাম্প থেকে! বিরল দৃশ্যে হতবাক সকলে

ভোপাল: তেলে-জলে যেমন মিশ খায় না, ঠিক তেমনই আগুন এবং জল হল ‘শত্রু’। একসঙ্গে তারা কখনই থাকতে পারবে না। এটাই বাস্তব। এটাই বিজ্ঞান। সকলেই জানেন যে আগুন নেভাতে জলের দরকার পড়ে। কিন্তু এই বিশ্বে মাঝে মাঝে এমন কিছু ঘটে যা ব্যাখ্যা করা মুশকিল হয়ে ওঠে। বলা ভাল, করাই যায় না। আর এমনই একটি বিরল ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশে। একটি হ্যান্ডপাম্প থেকে একসঙ্গে বেরিয়ে আসছে জল এবং আগুন! হ্যাঁ, এই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন: ২৬/১১-এর স্মৃতি ফিরবে! পাকিস্তানি নম্বর থেকে পুলিশের কাছে এল হুমকি

মধ্যপ্রদেশের এক গ্রামের একটি হ্যান্ডপাম্পের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে কয়েক ঘণ্টা আগে থেকে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, প্রথমে হ্যান্ডপাম্পের মধ্যে থেকে জল বেরিয়ে আসছে। ঠিক তার পরেই বেরিয়ে আসছে আগুন! এমনকি জলের বেগ যত বাড়ছে, আগুনের তীব্রতাও পাল্লা দিয়ে বাড়ছে। শুধু মুখের কথায় অনেকেই এই বিষয়টি বিশ্বাস না হলেও যে দৃশ্য চোখে দেখা যাচ্ছে তা দেখে প্রত্যেকে অবাক। আসলে ভাঙা অবস্থায় পড়ে রয়েছে ওই হ্যান্ডপাম্প। কেউ যে জল নিতে গিয়েছে এমনটাও নয়। নিজে থেকেই এমন ঘটনা ঘটছে। তবে ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ বিকেল ডট কম।

স্থানীয়রা প্রাথমিকভাবে মনে করেছিল, হয়তো জলের বদলে পেট্রল বেরোচ্ছে হ্যান্ডপাম্প থেকে। কিন্তু পরে নিশ্চিত হওয়া যায় যে জল বেরচ্ছে। তাহলে এই ঘটনা ঘটছে কী ভাবে? বিশেষজ্ঞদের অনুমান, জলের সঙ্গে সামান্য পরিমাণে প্রাকৃতিক গ্যাস মিশে গিয়েছে হয়তো। তাই আগুন ধরে যাচ্ছে। আগেও চিনের একটি গ্রামে একই ঘটনা ঘটেছিল। ভিডিওঃ টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 16 =