নয়াদিল্লি: করোনা ভাইরাস প্রতিরোধে এখনও পর্যন্ত অনেক ভ্যাকসিনই দেশে ব্যবহৃত হচ্ছে। এবার সর্বপ্রথম ন্যাজাল কোভিড ভ্যাকসিনের অনুমোদন মিলল ভারতে। এই অনুমোদন পেয়েছে ‘ভারত বায়োটেক’। দেশের স্বাস্থ্য মন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানিয়েছেন, ডিসিজিআইএর তরফে অনুমোদন পেয়েছে এই ভ্যাকসিন। ১৮ বছরের বেশি বয়সীদের এই ভ্যাকসিন দেওয়া যাবে জরুরি ভিত্তিতে বলে জানান হয়েছে।
আরও পড়ুন- কয়েক হাজার কোটি! রাজনৈতিক দলগুলি পেয়ে আসছে ‘অজানা উৎস’ থেকে
২০২১ সালে যখন দেশে করোনা টিকাকরণ শুরু হয় তখন দুটি ভ্যাকসিন ছিল। সিরাম ইন্সটিটিউটের ‘কোভিশিল্ড’ এবং ভারত বায়োটেকের ‘কোভ্যাক্সিন’। এরপর থেকে একাধিক ভ্যাকসিন নিয়ে চর্চা হয়েছে। শিশুদের জন্যও ভ্যাকসিন আসে এবং আরও বেশ কয়েকটি সংস্থা কোভিড ভ্যাকসিন বাজারে আনবে এও শোনা যায়। পরবর্তী সময়ে শুরু হয় বুস্টার ডোজের প্রক্রিয়া। এবার চলে এল ন্যাজাল করোনা ভ্যাকসিন। মনে করা হচ্ছে, এই ভ্যাকসিন আগামী দিনে দেশের কোভিড সংক্রান্ত চিন্তা আরও কমিয়ে দিতে পারে। যদিও সম্প্রতি করোনা ভ্যাকসিনের বিরুদ্ধে বড়সড় অভিযোগ তোলা হয়েছে এবং সিরাম ও মাইক্রোসফট কর্ণধার বিল গেটসের থেকে হাজার কোটি টাকা ক্ষতিপূরণও চাওয়া হয়েছে।
আসলে করোনার ভ্যাকসিন নেওয়ার পর মৃত্যু হয়েছে মেয়ের, এমন বিস্ফোরক অভিযোগ তুলে ধনকুবের বিল গেটস এবং সেরাম ইনস্টিটিউটের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন এক ব্যক্তি। তিনি দাবি করেছেন, কোভিশিল্ড টিকার ডোজ নিয়েই পার্শ্বপ্রতিক্রিয়া হয় তাঁর মেয়ের শরীরে। আর তার জেরেই মৃত্যু হয় তাঁর। এই কারণে গেটস ও সেরামকেই কাঠগড়ায় তুলেছেন তিনি।