রানী এলিজাবেথের মৃত্যুতে জাতীয় শোকের ঘোষণা, বিবৃতি দিল কেন্দ্র

রানী এলিজাবেথের মৃত্যুতে জাতীয় শোকের ঘোষণা, বিবৃতি দিল কেন্দ্র

নয়াদিল্লি: বৃহস্পতিবার স্কটল্যন্ডের বারমোরাল প্রাসাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৯৬ বছর বয়সী ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ। তাঁর উত্তরাধিকার হিসাবে ব্রিটেনের মসনদে বসতে চলেছেন প্রিন্স চার্লস৷ বিভিন্ন দেশের মতোই ভারত এই ঘটনায় শোক প্রকাশ করেছে। আর শুক্রবার সরকারের তরফে জানান হয়েছে যে, রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে একদিনের জাতীয় শোক পালিত হবে দেশে। স্বরাষ্ট্রমন্ত্রক এই মর্মে এক বিবৃতি প্রকাশ করেছে।

আরও পড়ুন- ভয়ঙ্কর ভূমিকম্পে মৃত বহু, তবে বাড়ি থেকে বেরনো নিষেধ এই দেশে!

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে জানান হয়েছে, রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতি সম্মান জানিয়ে আগামী ১১ সেপ্টেম্বর এক দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। সে দিন দেশের সমস্ত সরকারি দফতর ও অন্যান্য জায়গায় জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। কোনও রকম সরকারি কাজ সেই দিন হবে না। রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে আগেই শোক প্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গিয়েছে, দীর্ঘ দিন ধরেই অসুস্থ ছিলেন ব্রিটেনের রানী। দীর্ঘ ৭০ বছর ব্রিটেনের সিংহাসনে বসেছিলেন তিনি।

এখন তাঁর উত্তরাধিকার হিসাবে ব্রিটেনের মসনদে বসতে চলেছেন প্রিন্স চার্লস৷ ব্রিটিশ রাজ পরিবারের নিয়ম অনুযায়ী, শাসকের মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যেই উত্তরাধিকারীকে রাজ সিংহাসনের দায়িত্ব নিতে হয়। সেই প্রথা মেনেই পরবর্তী শাসক হিসাবে শপথ নেবেন প্রিন্স চার্লস৷ মায়ের মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যেই চার্লসকে অনুষ্ঠানিক ভাবে রাজা ঘোষণা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + fourteen =