‘বাচ্চাটিকে কেন ফেলে রেখেছেন’ আহত শিশুকে দেখে কেঁদে ফেললেন আমলা, ভাইরাল ভিডিয়ো

‘বাচ্চাটিকে কেন ফেলে রেখেছেন’ আহত শিশুকে দেখে কেঁদে ফেললেন আমলা, ভাইরাল ভিডিয়ো

50f214a027ca20be52929c29068118e9

লখনউ:  হাসপাতালের বিছানায় শুয়ে কাতরাচ্ছিল শিশুটি৷ পাশে দাঁড়িয়ে অবিরাম কেঁদে চলেছে তাঁর মা৷ উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে বাস দুর্ঘটনার কবলে পড়েছিল ১০ বছরের ছেলেটি৷ এদিকে দুর্ঘটনার খবর পেয়েই হাসপাতালে ছুটে যান আমলা রোশন জেকব৷ তাঁর চোখ আটকায় শিশুটির বেডে৷ সেদিকে এগিয়ে যান তিনি৷ তাঁকে দেখে নিজেকে ধরে রাখতে পারেননি শিশুটির মাও৷ অঝোরে কেঁদে ফেলেন৷ হাত জোড় করে তাঁর একটাই আর্তি, ‘আমার ছেলেকে বাঁচান ম্যাডাম’৷ 

আরও পড়ুন – ৯ মাস পর নতুন CDS পেল ভারত, জানুন লেফ্টন্যান্ট জেনারেল অনিল চৌহানের সেনা জীবন

ওই শিশুটির মায়ের চোখের জল আর শিশুটির অবস্থা দেখে চোখে জল চলে আসে রোশনেরও৷ আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি৷ বাচ্চাটির মাথায় হাত বুলিয়ে তাঁর সঙ্গে কথা বলেন৷ ওই ওয়ার্ডে কে চিকিৎসার দায়িত্বে রয়েছেন তা জানতে চান। তাঁকে বলতে শোনা যায়,  “কেন শিশুটিকে ফেলে রাখা হয়েছে? কেন তার চিকিৎসা শুরু হল না?” অতঃপর তাঁর নির্দেশ, “অবিলন্বে শিশুটির চিকিৎসার ব্যবস্থা করুন।” এ কথা বলতে বলতেই রোশনের চোখ জলে ভিজে ওঠে৷ শাড়ির আঁচল দিয়ে চোখ মুছতেও দেখা যায় তাঁকে। হাসপাতালে আহত শিশুকে দেখে আমলার সেই কান্নার ভিডিয়ো সোশ্যা মিডিয়ায় এখন ভাইরাল।  

 

বুধবার উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে ৭৩০ নম্বর জাতীয় সড়কে একটি যাত্রিবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ট্রাকের। দুর্ঘটনায় প্রাণ হারান ১০ জন। আহত প্রায় ৪১ জন। তাঁদের মধ্যে ১২ জনকে লখনউয়ের ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে। বাকিদের নিয়ে যাওয়া হয়েছে জেলা হাসপাতালে। দুর্ঘটনার খবর পেয়েই হাসপাতালে আহতদের দেখতে গিয়েছিলেন লখনউয়ের ডিভিশনাল কমিশনার রোশন জেকব। সেই সময় এক আহত শিশুর করুন অবস্থা দেখে কেঁদে ফেলেন তিনি।