5G পরিষেবা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পেল মোদীর রাজ্য, ব্রাত্য উত্তর-পূর্বের শহরগুলি

5G পরিষেবা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পেল মোদীর রাজ্য, ব্রাত্য উত্তর-পূর্বের শহরগুলি

নয়াদিল্লি:  উৎসবের মরশুমে আরও দ্রুত অন্তর্জাল। মুকেশ অম্বানীর জিও-র হাত ধরে ভারতে ঢুকে পড়ল ফাইভ জি প্রযুক্তি। শনিবার  ফাইভ জি পরিষেবার উদ্বোধন করলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপাতত দেশের ১৩টি বড় শহরে এই পরিষেবা চালু করা হচ্ছে৷ আগামী দিনে গোটা দেশেই ফাইভ জি পরিষেবা চালু করা হবে বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে৷  

আরও পড়ুন- 5G প্রযুক্তির উদ্বোধন হয়ে গেল দেশে, প্রথম চালু করলেন প্রধানমন্ত্রী

সম্প্রতি টেলিকম মন্ত্রকের তরফে বলা হয়েছিল, প্রথমে ভারতের বেশ কয়েকটি শহরে ফাইভ জি পরিষেবা চালু করা হবে৷ কিছু দিন পর জানা যায় ফাইভ জি চালু হচ্ছে মোট ১৩টি শহরে৷ আগামী দু’বছরের মধ্যে এই পরিষেবা ধীরে ধীরে পৌঁছে যাবে দেশের প্রতিটি প্রান্তে৷ মিলবে হাই স্পিড ইন্টারনেট গতি৷ কিন্তু জানেন কি কোন কোন শহরে সবার আগে ঢুকছে ফাইভ জি প্রযুক্তি? 

জানা গিয়েছে, এই ১৩ শহরের তালিকায় রয়েছে তিলোত্তমার নাম। খুব শীঘ্রই ফাইভ জি পরিষেবার সুবিধা পাবে শহর কলকাতার মানুষ৷ কলকাতার পাশাপাশি রাজধানী দিল্লিতেও চালু হচ্ছে ফাইভ জি প্রযুক্তি৷ হাই-স্পিড ইন্টারনেটের সুবিধা ভোগ পাবেন রাজধানীর বাসিন্দারাও।

কলকাতা-দিল্লি ছাড়া আর কোন শহরে আসছে ফাইফ জি? কেন্দ্রের তরফে জানানো হয়েছে, দক্ষিণ ভারতের হায়দরাবাদ, বেঙ্গালুরু এবং চেন্নাইয়ে আসতে চলেছে ফাইভ জি প্রযুক্তি। এই তালিকায় রয়েছে বাণিজ্যনগরী মুম্বই এবং পুণের নামও। এছাড়াও খুব শীঘ্রই ফাইভ জি আসছে উত্তরপ্রদেশের লখনউ, হরিয়ানার গুরুগ্রাম এবং কেন্দ্রশাসিত অঞ্চল চন্ডীগড়ে। 

তবে ফাইভ জি পরিষেবা পাওয়ার ক্ষেত্রে নিশ্চিতভাবেই অগ্রাধিকার পেয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাত। তাঁর রাজ্যে একসঙ্গে তিনটি শহরে আসছে ফাইভ জি পরিষেবা। শীঘ্রই এই দ্রুত গতির ইন্টারনেট উপলব্ধ হবে গুজরাতের আমদাবাদ, গান্ধীনগর এবং জামনগরে। গুজরাত ছাড়া দেশের আর কোনও রাজ্যে একসঙ্গে এতগুলি শহরে ফাইভ-জি পরিষেবা আসছে না। 

উল্লেখযোগ্য বিষয় হল, এই ১৩ শহরের তালিকায়  উত্তর-পূর্ব ভারতের কোনও শহরের নাম নেই৷ ফলে হাই স্পিড ইন্টারনেটের জন্য উত্তর-পূর্ব ভারতের শহুরে বাসিন্দাদের আরও বেশ কিছু দিন অপেক্ষা করতে হবে৷ ফাইভ জি না আসা পর্যন্ত তাঁদের ভরসা সেই ফোর জি৷ 

ফাইভ জি প্রযুক্তির মাধ্যমে দ্রুগতির ইন্টারনেট পরিষেবা পাবেন ইউজাররা। নিমেষে ডাউনলোড হয়ে যাবে বড় বড় ফাইল। গান, নাচ হোক বা ভিডিয়ো, সব কিছু ডাউনলোড হবে চোখের পলকে৷ সেই সঙ্গে আরও বেশি স্বচ্ছ হবে ভিডিয়ো কলিং৷ মোবাইলে গেম খেলার সময় ইন্টারনেট ডাউন হওয়ার দুশ্চিন্তাও হবে উধাও৷