নয়াদিল্লি: বহু প্রতীক্ষিত 5G প্রযুক্তির উদ্বোধন হয়ে গেল ভারতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই ফাইভ-জি পরিষেবা প্রাথমিক যাত্রা শুরু হল। জানা গিয়েছে, আপাতত কলকাতা সহ দেশের কয়েকটি শহরে চালু হবে ফাইভ-জি পরিষেবা। আগামী দু’বছরের মধ্যে সারা দেশে তা চালু হওয়ার সম্ভাবনা প্রবল। এদিন দিল্লির প্রগতি ময়দানের এক অনুষ্ঠান থেকে এই পরিষেবার সূচনা করলেন প্রধানমন্ত্রী। দীপাবলি থেকে শহরগুলিতে চালু হয়ে যাবে ফাইভ-জি পরিষেবা।
আরও পড়ুন- রাস্তায় গাড়িতে তল্লাশি চালানো মহিলা সাব-ইনস্পেক্টরকে পিষে দিল পিকআপ ভ্যান !
প্রগতি ময়দানে ১ থেকে ৪ অক্টোবর আয়োজিত হয়েছে ইন্ডিয়া মোবাইল কংগ্রেস। সেখান থেকেই দেশে ফাইভ-জি প্রযুক্তির উদ্বোধন করেন নরেন্দ্র মোদী। জানান হয়েছে, প্রথম ধাপে কলকাতা, দিল্লি, মুম্বই, চেন্নাই শহরে এই পরিষেবা শুরু হবে। যদিও আর কোন শহর এই তালিকায় আছে তা এখনও স্পষ্ট নয়। তবে আগামী কয়েক বছরের মধ্যে যে ভারতের এক তৃতীয়াংশের বেশি মোবাইলে ফাইভ-জি পরিষেবা চালু হয়ে যাবে, তা নিয়ে আশাবাদী বিশেষজ্ঞরা। অনুমান করা হচ্ছে, এই লক্ষ্যমাত্রা ২০৩০ সালের মধ্যে সম্পন্ন হবে।
উল্লেখ্য, মুকেশ আম্বানির সংস্থা রিল্যায়েন্স জিয়ো সবচেয়ে বেশি বরাত পেয়েছে ফাইভ জি স্পেকট্রামের। গত ২৬ জুলাই শুরু হয় স্পেকট্রামের নিলাম। আম্বানির মতো দৌড়ে দিলেন শিল্পপতি গৌতম আদানি। তিনি অবশ্য ২১২ কোটি টাকার বরাতে থেমে যান। মোট ১০ টি ব্যান্ডের ৭২ হাজার ৯৮ মেগাহার্টজের স্পেকট্রাম নিলামে তোলা হয়েছিল। এর মধ্যে রিল্যায়েন্স বিভিন্ন ব্যান্ডের ৭০০ মেগাহার্টজের স্পেকট্রাম কিনেছে। ৫ জি স্পেকট্রামের ৮৮ হাজার ৭৮ কোটি টাকার বরাত পেয়েছে রিল্যায়েন্স জিয়ো।