লখনউ: সোশ্যাল মিডিয়ার দৌলতে নানা সময় নানা ঘটনার সাক্ষী হই আমরা৷ এবার প্রকাশ্যে এল এক চাঞ্চল্যকর ঘটনা৷ অপারেশনের পর এক রোগীর পেট থেকে বেরোল ৬২টি চামচ। যা দেখে কার্যত চোখ ছানাবড়া চিকিৎসকের। এই চমকপ্রদ ঘটনাটি উত্তরপ্রদেশের মুজাফফরনগরের৷ অপারেশনের পর আপাতত আইসিইউ-তে রয়েছেন ওই যুবক৷ তাঁর নাম বিজয়৷
আরও পড়ুন- নমোর চোখে ‘কালা চশমা’! এই স্মার্টগ্লাসে চোখ রেখে কী দেখা যায়? জানেন দাম কত?
রাকেশ খুরানা নামে যে চিকিৎসক তাঁর অপারেশন করেছিলেন, তিনি জানান, বিজয় গত এক বছর ধরে প্রায় ৬২টি স্টিলের চামচ খেয়েছেন। তিনি বলেন, রোগীকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, নিজে থেকেই এই চামচগুলি খেয়েছেন তিনি।
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই পেটের যন্ত্রণায় ভুগছিলেন বিজয়। পরে অবস্থার অবনতি ঘটলে তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। অবস্থা আশঙ্কাজনক দেখে ওই যুবককে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করে নেন চিকিৎসকরা। তাঁরা বুঝতে পারেন, ওই যুবকের পেটের মধ্যে কিছু একটা রয়েছে৷ তার জন্যই যত গণ্ডগোল। চিকিৎসকরা অপারেশন করা সিদ্ধান্ত নেন। অস্ত্রোপচারের পর তাঁর পেট থেকে বের হয় ৬২টি চামচ। প্রায় ২ ঘণ্টা ধরে অপারেশন করা হয়। কী ভাবে এত বড় বড় চামচ খেল বিজয়, তা ভেবেই হতবাক চিকিৎসেকরা।
বিজয়ের পরিবারের দাবি, মাদক মুক্ত কেন্দ্রে থেকই তাঁকে জোর করে এই চামচ খাওয়ানো হয়েছে। অভিযোগ, বিজয় গত প্রায় এক মাস ধরে মাদক মুক্ত কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। এরপরেই অবস্থা খারাপ হতে থাকে তাঁর৷ তবে পরিবারের তরফে কোনও অভিযোগ করার কথা জানানো হয়নি।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>