নয়াদিল্লি: ছুটছে সময়, ছুটছে দুনিয়া৷ মানুষের হাতে সময়ের বড় অভাব৷ অফিস-কাছারি বা কর্মস্থলে যাওয়ার পথে মোবাইলেই টুক করে একটু খবর শুনে নেওয়ার অভ্যাস বহু মানুষেরই আছে৷ অনেকেই আবার কাগজ পড়ার বদলে টিভি চালিয়ে খবর শুনে নিতে অভ্যস্ত৷ কিন্তু সমীক্ষা বলছে, বেসরকারি নিউজ চ্যানেল নয়, বরং খবরের কাগজের গ্রহণযোগ্যতা অনেক বেশি৷ টিভি চ্যানেলের উপর সমীক্ষা চালিয়ে উঠে এল এমনই চাঞ্চল্যকর তথ্য।
আরও পড়ুন-সাইবার জালিয়াতির আশঙ্কা, হোয়াটসঅ্যাপে বিভ্রাটে কেন্দ্রের রিপোর্ট তলব
নিউজ চ্যানেল নিয়ে যৌথ ভাবে সমীক্ষা চালায় সেন্টার ফর স্টাডি অফ ডেভলপমেন্ট স্টাডিস বা সিএসডিএস এবং জার্মান পলিটিক্যাল ফাউন্ডেশন কনরাড অ্যাডেনিউয়ার স্টিফটাং নামে দুটি সংস্থা৷ সমীক্ষায় দেখা গিয়েছে, ভারতে বেসরকারি চ্যানেলগুলির মধ্যে ৪০ শতাংশই নিউজ চ্যানেল। কিন্তু, সেই সব নিউজ চ্যানেলগুলিতে যে খবর পরিবেশন করা হয়, তাতে খবরের কাগজের মতো ভরসা রাখতে পারেন না অধিকাংশ ভারতীয়ই। অন্যদিকে ইন্টারনেট বা সোশাল মিডিয়া থেকে খবর সংগ্রহ করেন মাত্র ৪ শতাংশ ভারতীয়।
১৯ রাজ্যের মোট ৭ হাজার ৪৬৩ জনেকে নিয়ে এই সমীক্ষা চালায় ওই দুই সংস্থা। সমীক্ষায় অংশগ্রহণকারী সকলেই ১৫ ঊর্ধ্ব৷ পুরুষ-মহিলা নির্বিশেষে সমাজের বিভিন্ন স্তরের ও বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সমীক্ষা চালানো হয়৷ ওই সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে, এদেশে খবর বিক্রি করা হয়। সম্ভবত সেই কারণেই ওয়েবসাইট বা নিউজ চ্যানেলের উপর মানুষ ততটা বিশ্বাস রাখতে পারেন না, যতটা খবরের কাগজের উপর রাখেন।
সমীক্ষায় আরও বলা হয়েছে, চার জনের মধ্যে তিনজন ভারতীয় খবর জানতে নিউজ চ্যানেল দেখেন। এদের মধ্যে ৫১ শতাংশ হিন্দি চ্যানেল, ১ শতাংশ ইংরেজি চ্যানেল এবং বাকি ৪৮ শতাংশ মানুষ অন্য ভাষার চ্যানেল দেখেন। যাঁদের উপর সমীক্ষা চালানো হয়েছে, তাঁদের অর্ধেকই খবরের কাগজ পড়েন। তিনভাগের একভাগ ওয়েবসাইটে খবর দেখেন৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>