ব্যক্তির দেহ ২২ টুকরো! গ্রেফতার স্ত্রী-পুত্র, আবার নৃশংসতা রাজধানীতে

ব্যক্তির দেহ ২২ টুকরো! গ্রেফতার স্ত্রী-পুত্র, আবার নৃশংসতা রাজধানীতে

নয়াদিল্লি: পর পর একই ঘটনা এবং তাতে আরও বেশি করে শিউরে উঠছে গোটা দেশ। রাজধানী দিল্লিতে শ্রদ্ধা ওয়াকার খুনের ঘটনার কিনারা এখনও হয়নি। ঠিক কবে হবে তা বলা যাচ্ছে না। প্রেমিক আফতাব তার প্রেমিকার দেহ ৩৫ টুকরো করেছিল। এবার শিহরণ জাগানো প্রায় একই রকম ঘটনা ঘটল দিল্লিতেই। এক ব্যক্তিকে খুন করে তার দেহ ২২ টুকরো করা হয়েছে বলে অভিযোগ। এক্ষেত্রে পুলিশ গ্রেফতার করেছে নিহতের স্ত্রী এবং পুত্রকে। কীসের জন্য এত নৃশংসতা, খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন- BBC-র সাংবাদিককে লাথি জিনপিংয়ের পুলিশের! গণবিক্ষোভ খবর সংগ্রহ করতে গিয়ে গ্রেফতার

পূর্ব দিল্লির এই ঘটনায় এখন স্তম্ভিত দেশ। এক্ষেত্রেও ওই ব্যক্তির দেহের টুকরো কেটে তা ফ্রিজে রাখা হয় এবং পরে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয় বলেই জানতে পেরেছে পুলিশ। শ্রদ্ধা ওয়াকারের দেহের টুকরো সন্ধান করতে করতেই এই ঘটনার কথা জানা গিয়েছে। সূত্রের খবর, অঞ্জন দাস নামে পাণ্ডব নগরের এক ব্যক্তিকে খুন করে তার দেহ কেটে টুকরো করা হয়। পুলিশ জানতে পেরেছে, বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিল সে, তাই তার স্ত্রী এবং পুত্র তাকে খুন করে। খুন করার পর দেহ টুকরো করা হয়। সেই দেহ ফ্রিজে রাখা হয় এবং তা পরে ফেলে আসা হয় বিভিন্ন জায়গায়।  

তাহলে কি আফতাবের খুনের ব্যাপারে তারা তখন জানতেন? অঞ্জনের ঘটনায় প্রশ্ন উঠে গিয়েছে। দুই ঘটনার মধ্যে কোনও রকম যোগসূত্র আছে কিনা সেটাও জানার চেষ্টা চলছে এখন। এদিকে একই রকম ভাবে শ্রদ্ধার দেহের বাকি অংশও খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। দেখা যাক, কোনও রকম যোগাযোগ এই দুই ঘটনার মধ্যে পাওয়া যায় কিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 14 =