BBC-র সাংবাদিককে লাথি জিনপিংয়ের পুলিশের! গণবিক্ষোভ খবর সংগ্রহ করতে গিয়ে গ্রেফতার

BBC-র সাংবাদিককে লাথি জিনপিংয়ের পুলিশের! গণবিক্ষোভ খবর সংগ্রহ করতে গিয়ে গ্রেফতার

8af31cd3d2eadd58f45ea8545b047685

বেজিং: গণবিক্ষোভ বন্ধের নামে চলছে অত্যাচার৷ খবর সংগ্রহ করতে গিয়ে হেনস্থার মুখে আন্তর্জাতিক সংবাদসংস্থা বিবিসি-র সাংবাদিক৷ হাতে হাতকড়া পরিয়ে গ্রেফতার করে নিয়ে যাওয়া হল তাঁকে৷ শুধু তাই নয়, ওই সাংবাদিককে বেধড়ক মারধরও করা হয়েছে বলে চিনা পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিবিসি৷ 

আরও পড়ুন- পাশবিক তালিবান! প্রকাশ্যে তিন মহিলাসহ ১২ জনকে চাবুক মেরে ‘শাস্তি’

শি জিনপিং সরকারের কোভিড-নীতির বিরুদ্ধে আন্দোলন চালাচ্ছে সে দেশের জনগণ৷ রবিবার বিক্ষোভের সেই ছবিই কভার করতে গিয়েছিলেন বিবিসি’র ওই সাংবাদিক৷ সেই সময়ই বিবিসি-র কর্তব্যরত সাংবাদিককে মারধর করে চিনের পুলিশ। তাঁকে গ্রেফতারও করা হয়৷ 

রবিবার বেজিং এবং শাংহাইয়ের রাস্তায় বিক্ষোভে সামিল হয়েছিল শ’য়ে শ’য়ে মানুষ৷ সেই বিক্ষোভের খবর সংগ্রহ করতেই গিয়েছিলেন বিবিসি-র ওই সাংবাদিক। কিন্তু, তাঁকে বাধা দেয় পুলিশ৷ শাংহাই থেকে তাঁকে গ্রেফতার করা হয়। পরে পুলিশি হেফাজতে ওই সাংবাদিককে মারধর করা হয়েছে বলে অভিযোগ জানায় বিবিসি৷ একটি বিবৃতিতে বলা হয়, ‘‘বিবিসি-র সাংবাদিক এড লরেন্সের সঙ্গে চিনা পুলিশ যে আচরণ করেছে তাতে আমরা শঙ্কিত। লরেন্সের কাছে অ্যাক্রেডিটেশন কার্ড রয়েছে। তার পরও নিয়ম কানুনের তোয়াক্কা না করে তাঁকে গ্রেফতার করা হয়েছে৷ শাংহাইতে সরকার-বিরোধী বিক্ষোভের খবর সংগ্রহ করতে গেলে তাঁকে পুলিশ বাধা দেয়। হাতকড়া পরিয়ে সাংবাদিককে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়।’’

বিবিসি-র তরফে চিনে সাংবাদিকতা করেন লরেন্স। অভিযোগ, লরেন্সকে লাথি মেরেছে চিনা পুলিশ। চড়-থাপ্পড়ও মারা হয়েছে। বেশ কয়েক ঘণ্টা পর তাঁকে ছেড়ে দেওয়া হয়৷