শিলং: চলতি মাসে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের যে একাধিক সফর রয়েছে তা আগেই জানা গিয়েছিল। সম্প্রতি দিল্লি সফর করে এসেছিলেন তিনি। আর সোমবার প্রথম বার মেঘালয়ে সফরে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবার এই প্রথমবার তাঁর কোনও রাজনৈতিক সফরে সঙ্গী হয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, দু’দিনের রাজ্য সফরে গিয়েছেন তারা।
আরও পড়ুন- প্লাস্টিকের গোডাউনে বিধ্বংসী আগুন, ফের শহরে আতঙ্ক
২০২৩ সালের শুরুর দিকেই ত্রিপুরা এবং মেঘালয়ে ভোট। ইতিমধ্যেই মেঘালয়ে তৃণমূলের পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন বিধায়ক মানস ভুঁইয়া। আর এবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একসঙ্গে এই সফরে গেলেন। তাই বঙ্গের রাজনীতির উত্তাপ যে এতে আরও বাড়ল তা আলাদা করে বলার দরকার পড়ে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দুই রাজ্যের নির্বাচনে প্রার্থী দিতে চাইছে তৃণমূল কংগ্রেস। আর তার জন্য বেশ কিছু কর্মসূচি খোদ মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন। এদিন শিলঙের উমরোই বিমানবন্দরে নামতেই দলনেত্রী মমতাকে স্বাগত জানান সমর্থকরা।
জানা গিয়েছে, এদিন শিলঙের এক হোটেলে প্রাক্-ক্রিসমাসের একটি অনুষ্ঠানে যোগ দেবেন মমতা। তারপর মঙ্গলবার শিলঙের সেন্ট্রাল লাইব্রেরিতে মেঘালয় তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্মেলন রয়েছে। সেখানে উপস্থিত থাকবেন মুকুল-সহ রাজ্য তৃণমূল নেতৃত্ব, সেখানকার সব জেলা ও ব্লক কমিটির প্রতিনিধি, মহিলা, ছাত্র ও যুব সংগঠনের নেতারা।