কলকাতা: এভাবেও বাজানো যায়! নিজের কানে না শুনলে হয়তো বিশ্বাস করতে পারবেন না অনেকেই৷ হর্নবিল উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে ইলেকট্রিক গিটার হাতে নিয়ে সুরের অপূর্ব মূর্ছনায় জাতীয় সঙ্গীত পরিবেশন করলেন নাগাল্যান্ডের এক সঙ্গীতশিল্পী৷ তরুণীর গিটারের তারে বেজে ওঠা সেই ঝংকার শুনে রীতি মতো গায়ে কাঁটা দিয়েছে আপামর দেশবাসীর। তাঁর নাম ইমনাইনলা জামির। তাঁর সুরের মাদকতা শুধু শ্রোতাদের মনই জয় করেনি, নেটিজেনদের একাংশের দাবি এখনও পর্যন্ত এটিই জাতীয় সঙ্গীতের সেরা রেন্ডিশন৷
আরও পড়ুন- ছোট দোকানিদের জন্য এবার ‘পকেট সাইজ লোন’! সরাসরি অ্যাকাউন্টে যাবে টাকা
ফি বছর ১ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত নাগাল্যান্ডে পালিত হয় হর্নবিল উৎসব। গত বছর ১ ডিসেম্বর সেই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল বছর ২০-র ইমনাইনলাকে। সেখানেই ইলেকট্রিক গিটারে ‘জনগণমন’-র সুর তুলে সাড়া ফেলে দেন শিল্পী৷ ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিও, উপরাজ্যপাল জগদীপ ধনকড়, নাগাল্যান্ডের রাজ্যপাল জগদীশ মুখী-সহ অন্যান্য বিশিষ্টজনেরা। মঞ্চে তাঁর উপস্থাপনায় সকলেই তখন মন্ত্রমুগ্ধ।
This clip is proof of just how Incredible India is. The Incredible diversity of co-existing cultures. The #HornbillFestival is so unique that it can only go from strength to strength… pic.twitter.com/BQ5AD1C71g
— anand mahindra (@anandmahindra) December 4, 2022
হর্নবিল উৎসবে ইমনাইনলার সেই পারফরম্যান্সের সেই ভিডিয়ো সম্প্রতি নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা। এর পর থেকে কয়েক লক্ষ ভিউ হয়েছে ভিডিয়োটিতে। বহুবার রিটুইট হয়েছে৷ ভিডিয়োটি পোস্ট করে ক্যাপশনে আনন্দ লিখেছেন, ‘এই ক্লিপটি থেকেই বোঝা যাচ্ছে ভারত অসাধারণ। এখানে বৈচিত্রপূর্ণ সংস্কৃতির সহাবস্থান৷ হর্নবিল উৎসব ভীষণই অভিনব। এই উৎসব আরও জনপ্রয় হয়ে উঠুক৷।’
Imnainla was at the right place at the right time with the right amount of talent right at the outset of the Hornbill Festival in Nagaland. Imnainla Jamir from Mokokchung, Nagaland is a talent spotted early when she was 17 and already holds brand endorsements. pic.twitter.com/41HgNzwAkW
— Naga Hills (@Hillsnaga) December 12, 2022
আনন্দ মহিন্দ্রার শেয়ার করা ভিডিয়োটি প্রায় ৩০ হাজার মানুষ লাইক করেছেন। এই তরুণী শিল্পীর পারফরম্যান্স দেখার পর নেটিজেনদের কেউ কেউ লিখেছেন, গিটারের ঝংকারে জাতীয় সংগীত শুনে গায়ে কাঁটা যেন দিয়েছে। অনুষ্ঠানে বাজানোর আগে মন খানিকটা ভয় ছিল ইমনাইনলার৷ তবে মানুষের এই ভালোবাসা পেয়ে তিনি আপ্লুত৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>