বারাণসী: বারাণসী থেকে ডিব্রুগড়৷ দীর্ঘ নদীপথে যাত্রা শুরু করল বিলাসবহুল প্রমোদরী ‘গঙ্গা বিলাস’৷ শুক্রবার পৃথিবীর দীর্ঘতম নদী ক্রুজ ‘গঙ্গা বিলাস’-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে উত্তর প্রদেশের বারাণসী থেকে এই বিলাসবহুল রিভার ক্রুজের উদ্বোধন করেন তিনি৷ বারাণসী থেকে যাত্রা শুরু করে গঙ্গা পথে বিহার, ঝাড়খণ্ড পেরিয়ে পশ্চিমবঙ্গে এসে পৌঁছবে গঙ্গা বিলাস৷ এরপর কলতাতা থেকে তা পাড়ি দেবে বাংলাদেশের উদ্দেশে৷ সেখান থেকে পৌঁছবে অসমের গুয়াহাটিতে। ৩২ জন সুইস পর্যটককে নিয়ে যাত্রা শুরু করল গঙ্গা বিলাস। ভারত ও বাংলাদেশ মিলিয়ে মোট ২৭ টি নদীর জল স্পর্শ করবে গঙ্গা বিলাস৷ মোট ৩,২০০ কিলোমিটার পথ অতিক্রম করবে এই ক্রুজ৷
আরও পড়ুন- মাত্র ১২ দিনে ৫.৪ সেন্টিমিটার বসে গিয়েছে জোশীমঠ, ভয় ধরাচ্ছে ISRO-র উপগ্রহচিত্র
আধিকারিকরা জানিয়েছেন, বক্সার, রামনগর এবং গাজিপুর হয়ে যাত্রার অষ্টম দিনে পাটনায় পৌঁছাবে এই প্রমোদতরী। এরপর পাটনা থেকে কলকাতার উদ্দেশে রওনা দেবে এটি। ২০ তম দিনে পৌঁছাবে বাংলার রাজধানীতে৷ সেখান থেকে বাংলাদেশের রাজধানী ঢাকার উদ্দেশে রওনা দেবে গঙ্গা বিলাস। তারপর গুয়াহাটি এবং শিবসাগর হয়ে ৫১ তম দিনে পৌঁছবে ডিব্রুগড়৷
উল্লেখ্য, এই বিলাসবহুল প্রমোদতরীটি তৈরি হয়েছে ভারতে৷ বারাণসী থেকে বাংলাদেশ হয়ে গুয়াহাটি পৌঁছনোর পথে ৫০টি পর্যটক কেন্দ্র দেখতে পাবেন প্রমোদতরীর যাত্রীরা। এর মধ্যে রয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, জাতীয় উদ্যান, নদী ঘাট৷ এ ছাড়াও রয়েছে পাটনা, কলকাতা, ঢাকা এবং গুয়াহাটির মতো রাজধানী শহর। পড়বে সারনাথ, সুন্দরবন, মাজুলি দ্বীপ, কাজিরাঙা জাতীয় উদ্যানের মতো স্থান৷
গঙ্গা বিলাসকে বলা যায় ভ্রাম্যমান পাঁচ তারা হোটেল। এতে রয়েছে ১৮টি স্যুইট৷ যেখানে ৩৬ জন পর্যটক থাকতে পারবেন। এ ছাড়াও রয়েছে ৪০ জন ক্রু সদস্যের থাকার বন্দোবস্ত৷ এখানে রয়েছে স্পা, সেলুন, জিম, রেস্তোরাঁর মতো সমস্ত সুযোগ সুবিধা৷ দূষণমুক্ত এবং কোলাহল নিয়ন্ত্রণের প্রযুক্তিও রাখা হয়েছে গঙ্গা বিলাসে৷
কিন্তু এই প্রমোদতরীতে ভ্রমণের খরচ কত? গঙ্গা বিলাস-এর ডিরেক্টর জানিয়েছে, এই বিলাসবহুল প্রমোদতরীতে সফরের জন্য প্রতিদিন মাথা পিছু ২৫ থেকে ৫০ হাজার টাকা খরচ হবে। অর্থাৎ ৫১ দিনের ভ্রমণে খরচ পড়বে প্রায় ২০ লক্ষ টাকা।
গঙ্গা বিলাসের উদ্বোধনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “ গঙ্গা বিলাসের সমস্ত যাত্রীদের উদ্দেশে বলব, আপনারা যা কল্পনা করতে পারেন, তার সবকিছু রয়েছে ভারতে। এমনকি আপনাদেরক কল্পনার বাইরেও অনেক কিছু রয়েছে। হৃদয় দিয়ে ভারতকে অনুভব করুন। কারণ ভারতের হৃদয় সকলের জন্যই খোলা।”
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>