‘ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রতিরোধের জন্য স্মরণীয় হয়ে থাকবেন’, নেতাজিকে শ্রদ্ধা মোদীর

‘ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রতিরোধের জন্য স্মরণীয় হয়ে থাকবেন’, নেতাজিকে শ্রদ্ধা মোদীর

a51f9aa5df23ea072209edefcec86907

 কলকাতা: বীর স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষ চন্দ্র বোসের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ ২০২১ সালে নেতাজির জন্মদিবসকে ‘পরাক্রম দিবস’ হিসেবে ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। আজ সকালে এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী লেখেন, ‘‘আজ পরাক্রম দিবসে আমি নেতাজি সুভাষ চন্দ্র বসুকে শ্রদ্ধা জানাই৷ ভারতের ইতিহাসে তাঁর অনবদ্য অবদানকে স্মরণ করতে চাই। ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে তীব্র প্রতিরোধের জন্য তিনি চিররণীয় হয়ে থাকবেন। আমরা তাঁর চিন্তাধারা দ্বারা গভীরভাবে প্রভাবিত৷ ভারতের প্রতি তাঁর যে দৃষ্টিভঙ্গি ছিল, তা বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করে চলেছি৷’ 

আরও পড়ুন- মোদিকে নিয়ে বিবিসি’র তথ্যচিত্রে বিতর্ক, তথ্যচিত্র না দেখানোর নির্দেশ দিল কেন্দ্র!

উল্লেখ্য, একুশের নির্বাচনের আগে থেকেই নেতাজিকে নিয়ে একাধিক কর্মসূচি পালন করে এসেছে কেন্দ্রীয় সরকার। বিশেষ করে ২০২১ সালে নেতাজির ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ভিক্টোরিয়া মেমোরিয়ালে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠান মঞ্চে একসঙ্গে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে থেকেই নেতাজির জন্মদিনটিকে ‘পরাক্রম দিবস’ হিসেবে ঘোষণা করে  কেন্দ্র। পাশাপাশি দিল্লির লালকেল্লার সামনে নেতাজির ব্রোঞ্জের মূর্তি স্থাপন করা হয়েছে। সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অধীনে ‘কর্তব্য পথে’র (অধুনা রাজপথ) উদ্বোধনের সময় নেতাজির সেই মূর্তি উন্মোচন করেছিলেন প্রধানমন্ত্রী৷ এছাড়াও ইন্ডিয়া গেটে বসানো হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি পূর্ণাবয়ব গ্রানাইট মূর্তি৷ 

গত দুই বছরের মতো এ বছরেও কেন্দ্রের তরফে এই দিনটি ‘পরাক্রম দিবস’ নামেই পালন করা হচ্ছে। তবে এ নিয়েও বিতর্ক রয়েছে৷ নেতাজির জন্মদিনটিকে দেশনায়ক দিবসের বদলে পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করা নিয়ে শুরু হয়েছিল রাজনৈতিক তরজা। অন্যদিকে, পরাক্রম দিবস উপলক্ষে আজ সোমবার আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জের ২১টি দ্বীপের নামকরণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের ২১ জন পরমবীর চক্র  প্রাপকের নামে এই দ্বীপগুলির নামাঙ্কিত হবে। এর আগেও নেতাজির স্মরণে আন্দামানে দু’টি দ্বীপের নাম রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷